‘ভোট যেন বাজেট অধিবেশনকে প্রভাবিত না করে’, বার্তা প্রধানমন্ত্রীর

সোমবার থেকে সংসদে শুরু হল বাজেট অধিবেশন। আগামী মঙ্গলবার দেশের অর্থনৈতিক বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্যদিকে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া এবং মনিপুরে আসন্ন বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনও আসন্ন। রাজনৈতিক বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিরোধিতা করে সংসদে বিক্ষোভ প্রদর্শন করতে পারেন বিরোধীরা। সোমবার বাজেট অধিবেশনে শুরুর আগে সেই আশঙ্কা থেকেই বিরোধীদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৪/১১/২০২২

সোমবার সংসদের প্রবেশের আগে প্রধানমন্ত্রী বার্তা দেন, ‘আশা করব, ভোট কোনওভাবেই বাজেট অধিবেশনকে প্রভাবিত করবে না। সব দল খোলা মনে চর্চা করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।’ তিনি বলেন, ‘ভারতের অর্থনীতি বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বাজেট অধিবেশনও ভারতের আার্থিক প্রগতিকে আগামী এক বছরের জন্য প্রভাবিত করবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ