Bus : এবার কি সরকারি বাস পিপিপি মডেলে! পর্যালোচনায় পরিবহণ দফতর

Bus : এবার কি সরকারি বাস পিপিপি মডেলে! পর্যালোচনায় পরিবহণ দফতর

মূলত তিনটি পরিবহণ নিগম মারফত বাস চালায় রাজ্যের পরিবহণ দফতর। কিন্তু বিগত বহু বছর ধরেই সংস্থাগুলি চলছে লোকসানে। জানা গিয়েছে, এবার সংস্থাগুলিকে লাভের মুখ দেখাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তথা পিপিপি মডেলে বাস চালানোর সিদ্ধান্ত নিতে পারে রাজ্য পরিবহণ দফতর।

রাজ্যের বিভিন্ন রুটে চলে তিনটি সরকারি সংস্থার বাস। গাড়ির তেলের দাম থেকে শুরু করে ড্রাইভার ও কন্ট্রাক্টারের বেতন দিতে হয় পরিবহণ দফতরকে। কিন্তু অনেক ক্ষেত্রেই বাস চালিয়ে খরচ ওঠে না। তাই পিপিপি মডেলে শর্তসাপেক্ষে বাসগুলিকে বিভিন্ন সংস্থাকে চালানোর বরাত দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। বাস চালানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা নিজেদের চালক ও কন্ডাক্টর নিয়োগ করতে পারবে। কিন্তু বাসের রুটে পরিবহণের পরে সরকারি ডিপোতে বাস জমা থাকবে। প্রতিদিন রাস্তায় নামায় আগে দফতরের অনুমতি নিতে হবে। তবে জানা গিয়েছে, বিষয়গুলি এখনও পর্যালোচনার স্তরে রয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ