Weather : তবে কি ঘূর্ণিঝড়! পুজোর আগে ঘূর্ণাবর্তের সম্ভাবনা

Weather : তবে কি ঘূর্ণিঝড়! পুজোর আগে ঘূর্ণাবর্তের সম্ভাবনা

পুজোর(Durga Puja) আগে কি তবে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়(Cyclone)! এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবহাওয়ার সাম্প্রতিক গতিপ্রকৃতিতে। আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত (Depression) তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যা শক্তিবৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী আগামী ২৯ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আন্দামান সাগরে তৈরি হতে পারে সেই ঘূর্ণাবর্ত। যা ধীরে শক্তিবৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। কিন্তু সেই নিম্নচাপ আদৌ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা বা স্থলভাগে আছড়ে পড়বে কিনা তা এখনও কোনও ভাবেই স্পষ্ট নয়। তবে সাধারণত এই ধরণের গভীর নিম্নচাপ শক্তিবৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। যদি এক্ষেত্রে পুজোর মুখে ঘূর্ণিঝড় তৈরি হয়, তাহলে তার নাম হবে ‘তেজ’। সমস্ত পরিস্থিতির দিকে নজর রেখেছে আবহাওয়া দফতর।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ