Cyclone Hamun : ঘূর্ণিঝড় ‘হামুন’ আসছে, দশমীতে একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

Cyclone Hamun : ঘূর্ণিঝড় ‘হামুন’ আসছে, দশমীতে একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে! ঘূর্ণিঝড় ‘হামুন’ অবস্থান করছে, দিঘা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, ওড়িশার পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে। ঘূর্ণিঝড়ের কারণে দশমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন:  Rain in Durga Puja : নবমী থেকে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। কলকাতা, হাওড়া এবং হুগলি জেলার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার নাগাদ বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভূমিতে প্রবেশ করতে পারে বলে আবহাওয়াবিদদের অনুমান। যদিও তখন তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন:  Durga Puja Weather : পুজো কি তবে বৃষ্টিতে ভাসবে! কি বলছে আবহাওয়ার পূর্বাভাস

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ