Train Cancel : খড়গপুর ডিভিশনে বাতিল বহু ট্রেন, ১০ দিন ধরে কাজ, দেখুন তালিকা

Train Cancel : খড়গপুর ডিভিশনে বাতিল বহু ট্রেন, ১০ দিন ধরে কাজ, দেখুন তালিকা

পশ্চিমবঙ্গের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হতে চলেছে দক্ষিণ ভারতের রেল যোগাযোগ। ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত খড়গপুর ডিভিশনের ভদ্রক শাখায় ওড়িশার রানিতাল স্টেশনের কাছে হবে নন-ইন্টারলকিংয়ের কাজ। পরের তিনদিন ইন্টারলকিংয়ের কাজ চলবে। ফলে এই ১০ দিন ধরে বাতিল হতে চলেছে বহু ট্রেন

বাতিল ট্রেনগুলি-

১. ১৮০২১ খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস ২৫, ২৬, ২৮ ফেব্রুয়ারি ও ২, ৫, ৬ মার্চ বাতিল
২. ১৮০২২ খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস ২৫, ২৬, ২৮ ফেব্রুয়ারি ও ২, ৫, ৬ মার্চ বাতিল
৩. ০৮০৩১ বালেশ্বর-ভদ্রক প্যাসেঞ্জার স্পেশাল ২৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ বাতিল
৪. ০৮০৩২ ভদ্রক-বালেশ্বর প্যাসেঞ্জার স্পেশাল ২৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ বাতিল
৫. ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস ২৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ বাতিল
৬. ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস ২৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ বাতিল
৭. ১২৮৯২ ভুবনেশ্বর-বাংরীপোসী এক্সপ্রেস ২৬ ফেব্রুয়ারি এবং ১ মার্চ থেকে ৬ মার্চ বাতিল
৮. ১২৮৯১ বাংরিপোসি-ভুবনেশ্বর এক্সপ্রেস ২৬ ফেব্রুয়ারি এবং ২ মার্চ থেকে ৭ মার্চ বাতিল
৯. ২২৮৫১ সাঁতরাগাছি-মেঙ্গালুরু এক্সপ্রেস ২৩ ফেব্রুয়ারি ও ২ মার্চ বাতিল
১০. ২২৮৫২ মেঙ্গালুরু-সাঁতরাগাছি এক্সপ্রেস ২৫ ফেব্রুয়ারি ও ৪ মার্চ বাতিল

ভারতের এই গ্রামের মহিলারা করেন বহু বিবাহ, একসাথে সামলাতে হয় ৫-১০ জন স্বামীকে

১১. ২২৮২৫ শালিমার-চেন্নাই এক্সপ্রেস ২৮ ফেব্রুয়ারি বাতিল
১২. ২২৮২৬ চেন্নাই-শালিমার এক্সপ্রেস ১ মার্চ বাতিল
১৩. ১২২৪৫ হাওড়া-এম বিশ্বেশ্বরায় টার্মিনাল (বেঙ্গালুরু) দুরন্ত এক্সপ্রেস বাতিল ২৮ ফেব্রুয়ারী ও ১, ৩, ৪, ৫ মার্চ
১৪. ১২২৪৬ এম বিশ্বেশ্বরায় টার্মিনাল (বেঙ্গালুরু)-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ২, ৩, ৫ মার্চ বাতিল
১৫. ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস ২৬, ২৮ ফেব্রুয়ারি ও ২, ৩, ৫ মার্চ বাতিল
১৬. ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস ২৮ ফেব্রুয়ারি ও ২, ৩, ৪, ৬ মার্চ বাতিল
১৭. ২০৮৯০ তিরুপতি-হাওড়া হামসফর এক্সপ্রেস ২৬ ফেব্রুয়ারি ও ৫ মার্চ বাতিল
১৮. ২০৮৮৯ হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস ২৫ ফেব্রুয়ারি ও ৪ মার্চ বাতিল
১৯. ১২৮১৬ আনন্দ বিহার-পুরী এক্সপ্রেস ২৫, ২৭ ফেব্রুয়ারি ও ১, ৪ মার্চ বাতিল
২০. ১২৮১৫ পুরী-আনন্দ বিহার এক্সপ্রেস ২৭ ফেব্রুয়ারি ও ১, ৪, ৬ মার্চ বাতিল

২১. ১২৮৬৪ এম বিশ্বেশ্বরায় টার্মিনাল (বেঙ্গালুরু)-হাওড়া এক্সপ্রেস ২৬, ২৮ মার্চ এবং ২ থেকে ৫ মার্চ বাতিল
২২. ১২৮৬৩ হাওড়া-এম বিশ্বেশ্বরায় টার্মিনাল (বেঙ্গালুরু) এক্সপ্রেস ২৮ ফেব্রুয়ারি এবং ২-৬ মার্চ বাতিল
২৩. ২২৩০৫ এম বিশ্বেশ্বরায় টার্মিনাল (বেঙ্গালুরু)-জসিডি এক্সপ্রেস ২৬ ফেব্রুয়ারি ও ৫ মার্চ বাতিল
২৪. ২২৩০৬ জসিডি-এম বিশ্বেশ্বরায় টার্মিনাল (বেঙ্গালুরু) এক্সপ্রেস ২৪ ফেব্রুয়ারি ও ৩ মার্চ বাতিল
২৫. ১২৫০৩ এম বিশ্বেশ্বরায় টার্মিনাল (বেঙ্গালুরু)-আগরতলা আমসফর এক্সপ্রেস ২৮ ফেব্রুয়ারি ও ৩ মার্চ বাতিল
২৬. ১২৫০৪ আগরতলা-এম বিশ্বেশ্বরায় টার্মিনাল (বেঙ্গালুরু) হামসফর এক্সপ্রেস ৫ মার্চ বাতিল
২৭. ২২৬০৪ ভিল্লুপুরম-খড়গপুর এক্সপ্রেস ২৮ ফেব্রুয়ারি বাতিল
২৮. ২২৬০৩ খড়গপুর-ভিল্লুপুরম এক্সপ্রেস ২ মার্চ বাতিল
২৯. ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দি এক্সপ্রেস ৩ থেকে ৬ মার্চ বাতিল
৩০. ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দি এক্সপ্রেস ৩ থেকে ৬ মার্চ বাতিল

৩১. ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস ৩ থেকে ৬ মার্চ বাতিল
৩২. ১২২৭৮ পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস ৩ থেকে ৬ মার্চ বাতিল
৩৩. ০৭০৪৬ সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড় স্পেশাল ২ মার্চ বাতিল
৩৪. ২২৮৮৮ এম বিশ্বেশ্বরায় টার্মিনাল (বেঙ্গালুরু)-হাওড়া এক্সপ্রেস ২ মার্চ বাতিল
৩৫. ২২৮৮৭ হাওড়া-এম বিশ্বেশ্বরায় টার্মিনাল (বেঙ্গালুরু) এক্সপ্রেস ২৮ ফেব্রুয়ারি বাতিল
৩৬. ১৮০৪৬ হায়দ্রাবাদ-শালিমার ইস্টকোস্ট এক্সপ্রেস ৩ থেকে ৫ মার্চ বাতিল
৩৭. ১৮০৪৫ শালিমার-হায়দ্রাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস ৫, ৬ মার্চ বাতিল
৩৮. ২২৮৩২ শ্রী সত্যসাঁই প্রশান্তি নিলয়ম-হাওড়া এক্সপ্রেস ৩ মার্চ বাতিল
৩৯. ২২৮৩১ হাওড়া-শ্রী সত্যসাঁই প্রশান্তি নিলয়ম এক্সপ্রেস ১ মার্চ বাতিল
৪০. ১৫৯০৫ কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস ২ মার্চ বাতিল
৪১. ১৫৯০৬ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস ২৮ ফেব্রুয়ারি বাতিল

৪২. ০৮৪১৬ পুরী-জলেশ্বর প্যাসেঞ্জার স্পেশাল ৪ থেকে ৬ মার্চ বাতিল
৪৩. ০৮৪১৫ জলেশ্বর-পুরী প্যাসেঞ্জার স্পেশাল ৪ থেকে ৬ মার্চ বাতিল
৪৪. ১৮০৩৭ খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস ৪ থেকে ৬ মার্চ বাতিল
৪৫. ১৮০৩৮ জাজপুর কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস ৪ থেকে ৬ মার্চ বাতিল
৪৬. ১২৫১৩ সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি এক্সপ্রেস ৪ মার্চ বাতিল
৪৭. ১২৫১৪ গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ২ মার্চ বাতিল
৪৮. ২২৬০৬ ভিল্লুপুরম-পুরুলিয়া এক্সপ্রেস ৪ মার্চ বাতিল
৪৯. ২২৬০৫ পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস ৬ মার্চ বাতিল
৫০. ২২৮৫৫ সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস ৫ মার্চ বাতিল
৫১. ২২৮৫৬ তিরুপতি-সাঁতরাগাছি এক্সপ্রেস ৬ মার্চ বাতিল

৫২. ১৮০২১ খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস ৬ মার্চ বাতিল
৫৩. ১৮০২২ খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস ৬ মার্চ বাতিল
৫৪. ১২৮৭৫ পুরী-আনন্দ বিহার এক্সপ্রেস ৩, ৫ মার্চ বাতিল
৫৫. ১২৮৭৬ আনন্দ বিহার-পুরী এক্সপ্রেস ৫, ৭ মার্চ বাতিল
৫৬. ২২৮৬৩ হাওড়া-এম বিশ্বেশ্বরায় টার্মিনাল (বেঙ্গালুরু) এক্সপ্রেস ৬ মার্চ বাতিল
৫৭. ২২৮৬৪ এম বিশ্বেশ্বরায় টার্মিনাল (বেঙ্গালুরু)-হাওড়া এক্সপ্রেস ৮ মার্চ বাতিল

পথ বদল করছে-

১. ২২৮২৩ ভুবনেশ্বর-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ২৭ ফেব্রুয়ারি ও ৩, ৬ মার্চ ভুবনেশ্বর থেকে ছাড়তে চলা ট্রেন পরিবর্তিত রুট ভুবনেশ্বর-ঝারসুগুডা-রাউড়কেলা-টাটানগর হয়ে যাবে
২. ২২৮২৪ নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ২, ৪ মার্চ নিউ দিল্লি থেকে ছাড়তে চলা ট্রেন পরিবর্তিত রুট টাটানগর-রাউড়কেলা-ঝারসুগুডা-ভুবনেশ্বর হয়ে যাবে
৩. ১২২৪৬ এম বিশ্বেশ্বরায় টার্মিনাল (বেঙ্গালুরু)-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ২৬, ২৮ মার্চ এম বিশ্বেশ্বরায় টার্মিনাল (বেঙ্গালুরু) থেকে ছাড়তে চলা ট্রেন পরিবর্তিত রুট কটক-জারোলি-রাজখাড়সোয়ান-টাটানগর-খড়গপুর হয়ে যাবে
৪. ২২৮১১ ভুবনেশ্বর-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ১ মার্চ ভুবনেশ্বর থেকে ছাড়তে চলা ট্রেন পরিবর্তিত রুট হয়ে চলবে।

পুরো পথ চলবে না-
০৮০৬৩/০৮০৬৪ খড়গপুর-ভদ্রক-খড়গপুর মেমু স্পেশাল ২৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ বালাশোর পর্যন্ত চলবে ও সেখান থেকে ছাড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ