Amul Mishti Dai : ফুড পয়জন! আমুল মিষ্টি দই বিক্রি বন্ধ পূর্ব বর্ধমানে

img 20240109 wa0002

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্টস লিমিটেডের বাঁকুড়া জেলার বিখ্যাত দুগ্ধজাত খাবার ‘আমুল মিষ্টি দই’ (Batch No. KPV3653) বিক্রি নিষিদ্ধ করল পূর্ব বর্ধমানের স্বাস্থ্য দফতর। এই খাবার থেকে ফুড পয়জন ছড়াচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

পূর্ব বর্ধমানের ডেপুটি চিফ মেডিকেল অফিসারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার দু’টি পৃথক ব্লকে ফুড পয়জন ছড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্টস লিমিটেডের বাঁকুড়া জেলার বিখ্যাত দুগ্ধজাত খাবার ‘আমুল মিষ্টি দই’ (Batch No. KPV3653) তার কারণ। বাজার থেকে সংগ্রহ করা এই খাবারে মাইক্রো বায়োলজিক্যাল টেস্টিং-এ স্ট্যাফিলোকক্কাস অরিয়াস ব্যাকটেরিয়ার উপস্থিতি মিলেছে। সেই কারণে আপাতত ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্টস লিমিটেডের ‘আমুল মিষ্টি দই’ (Batch No. KPV3653) বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ