Durga Puja: বর্ধমানে হরগৌরী রূপে, দেবীর অধিষ্ঠান মহাদেবের উরুতে

Durga Puja: বর্ধমানে হরগৌরী রূপে, দেবীর অধিষ্ঠান মহাদেবের উরুতে

দেবী গৌরী ও মহাদেব একত্রে। অধিষ্ঠান করেন হরগৌরী রূপে। সেই রূপেই আড়াইশো বছর ধরে পূর্ব বর্ধমানের বড়শুলের এককালের জমিদার দে বাড়িতে এখনও পূজা পান দেবী।

দে পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ায় গোস্বামী মতে পুজো হয়। বলি প্রথাও এই পূজায় অভিনব। সপ্তমীতে গোটা ছাঁচিকুমড়ো বলি, অষ্টমীতে ছাগবলি হয়। নবমীতে তিনটে ছাঁচিকুমড়ো, চারটি শসা, বাতাবি লেবু ও মূলসহ তিনটি আখ বলি দেওয়া হয়। পূজার শুরু নিয়ে একাধিক মত রয়েছে। অনেকে বলেন, এই পূজা শুরু হয় স্বপ্নাদেশ পেয়ে। অনেকে বলেন, জমিদার বাড়ির অতিথিশালায় আশ্রয় নেওয়া সাধুর ঝোলা থেকে পরিবারের এক শিশুকন্যা হরগৌরীর ছবি বের করে আনে। তারপর থেকে সেই রূপে শুরু হয় দেবীর আরাধনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ