Durgapur : বায়ো-প্লাস্টিক তৈরি করে ১৭ বছরেই বিজ্ঞানী, কেমব্রিজ-হার্ভার্ড-নাসার স্বীকৃতি

Durgapur : বায়ো-প্লাস্টিক তৈরি করে ১৭ বছরেই বিজ্ঞানী, কেমব্রিজ-হার্ভার্ড-নাসার স্বীকৃতি

দুর্গাপুরের অপরূপ রায়। একটি বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির এই ১৭ বছর বয়সী ছাত্র দূষণ নিরোধক বায়ো প্লাস্টিক তৈরি করে পেয়ে গিয়েছেন দেশের সর্বকনিষ্ঠ ‘বিজ্ঞানী’র শিরোপা। লিখে ফেলেছেন ‘প্রবলেমস ইন জেনারেল কেমিস্ট্রি’ এবং ‘মাস্টার আইসিএসই কেমিস্ট্রি সেমেস্টার ১ ও ২’ নামে রসায়নের দুটি বই। কৈশোরের বিস্ময় প্রতিভায় উজ্জ্বল রাজ্য ও দেশের স্বীকৃতি।

প্লাস্টিক ব্যবহারের ফলে চারদিকে দূষণ বৃদ্ধি পাচ্ছে। সেই ভাবনা থেকেই প্লাস্টিককে বিশেষ প্রক্রিয়ায় সংশ্লেষণ করে সেটিকে বায়ো-প্লাস্টিকে রূপান্তরিত করার পন্থা আবিষ্কার করেছেন অপরূপ। তাঁর প্রক্রিয়ায় তৈরি প্লাস্টিক কয়েক মাসের মধ্যেই প্রাকৃতিক ভাবে মাটিতে মিশে যাবে। তাঁর গবেষণা পত্রিকা ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক জার্নালে প্রকাশ পেয়েছে। তাঁর গাণিতিক সমাধান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ম্যাথামেটিক্যাল গেজেটে প্রকাশ পেয়েছে।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘মিনি PHD প্রোগ্রামে’ গবেষণা করার আমন্ত্রণ পেয়েছেন। সেই সঙ্গে নাসাও তাঁকে আমন্ত্রণ জানিয়েছে তাদের প্রকল্পে গবেষণা করার জন্য। সেই সঙ্গে দেশের সর্বকনিষ্ঠ বিজ্ঞানী হিসেবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ উঠেছে অপরূপের নাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ