Jhargram : ঝাড়গ্রামের চিকিৎসক বিজ্ঞানীর ‘ইলেকট্রনিক স্টেথোস্কোপ’ আবিষ্কার, সহজ হবে চিকিৎসা

Jhargram : ঝাড়গ্রামের চিকিৎসক বিজ্ঞানীর 'ইলেকট্রনিক স্টেথোস্কোপ' আবিষ্কার, সহজ হবে চিকিৎসা

ঝাড়গ্রামের চিকিৎসক বিজ্ঞানীর আবিষ্কারে আরও সহজ হতে চলেছে রোগীদের হৃদযন্ত্র ও ফুসফুসের পরিস্থিতি দূরে থেকেও পর্যবেক্ষণ। ইলেকট্রনিক স্টেথোস্কোপ আবিষ্কার করেছেন নৌবাহিনীর চিকিৎসক-বিজ্ঞানী অর্ণব ঘোষ৷

আদতে ঝাড়গ্রাম শহরের ভূমিপুত্র অর্ণব ঘোষের কুমুদকুমারী ইনস্টিটিউশনে কাটে স্কুল জীবন। তারপর কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ও দিল্লিতে কার্ডিয়োলজি নিয়ে পড়াশোনার পর ২০০৯ সালে নৌবাহিনীতে যোগ দেন। পুণের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (এএফএমসি) থেকে মেডিসিনে এমডি করার পর সেখানেই শুরু করেন গবেষণা। তৈরি করেন পেশেন্ট মনিটরিং সিস্টেম, ‘নবরক্ষক পিপিই’ ইত্যাদি। এই নবরক্ষক পিপিই করোনাকালে খুবই কার্যকর হয়ে উঠেছিল। বর্তমানে তিনি আইআইটি মুম্বইয়ে বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ও গবেষণারত। বায়ো সায়েন্স অ্যান্ড বায়ো ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রোহিত শ্রীবাস্তবের তত্ত্বাবধানেই ‘ন্যানো বায়োস ল্যাব’-এ তিনি আবিষ্কার করেছেন ‘ইলেকট্রনিক স্টেথোস্কোপ’।

আরও পড়ুন:  Jhargram : জেলায় বদলি ৫ বিডিও, পুজোর আগে সিদ্ধান্ত

এই ‘ইলেকট্রনিক স্টেথোস্কোপ’ মোবাইলে ব্লু-টুথের মাধ্যমে সংযুক্ত থাকবে রোগীর সঙ্গে৷ ফলে চিকিৎসক দূরে থেকেও নির্ভুল ভাবে রোগীর হৃদযন্ত্র ও ফুসফুসের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। সাধারণ ফোন কল, ভিডিয়ো কল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করা যাবে। গত ৪ অক্টোবর দিল্লিতে ভারতীয় নৌবাহিনী ও অন্যান্য একাধিক রাষ্ট্রীয় সংস্থা এক আন্তর্জাতিক আলোচনাচক্র আয়োজন করে। সেখানেই অর্ণববাবুর এই স্টেথোস্কোপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ

আরও পড়ুন:  Jhargram : নাবালিকা ধর্ষণের মামলায় ২০ বছরের কারাদণ্ড পকসো আদালতের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ