Bankura : হাতে আঁকা ছবিতে রঙিন শুশুনিয়ার শিউলিবনা গ্রাম

img 20240111 wa0008

বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের উত্তর পাদদেশে শিউলিবনা গ্রাম। আদিবাসী এই গ্রামটির মাটির বাড়িগুলির দেওয়াল বিভিন্ন চিত্র ও আদিবাসী শিল্পকলায় রঙিন হয়ে উঠেছে। শীতের আমেজে যা শুশুনিয়া বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ।

আদিবাসী গ্রাম মানেই মাটির বাড়ি, গ্রাম্য পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর আলপনা বা আদিবাসী চিত্রকলার নিদর্শন। তেমনই এক গ্রাম বাঁকুড়ার ছাতনার অন্তর্গত শুশুনিয়া পাহাড়ের উত্তর পাদদেশের শিউলিবনা গ্রাম। কিন্তু আদিবাসী একটু ব্যতিক্রম রয়েছে। চিরাচরিত আদিবাসী ফুল-পাতা, শিকারের দৃশ্যায়নের সঙ্গে মাটির বাড়িগুলির দেওয়াল চিত্রিত হয়েছে ফেসবুক বা ইনস্টাগ্রামের লোগো, চেন্নাই এক্সপ্রেসের ছবিতে। লেগেছে বিশ্বায়নের ছোঁয়া। গ্রামের আদিবাসী চিত্রকরেরা ঐতিহ্য মেনে খড়ি মাটি, ভুষো কালি সঙ্গে ব্যবহার করেছেন বিভিন্ন রং। আদিবাসীদের বাঁধনা পরব ও অন্যান্য উৎসবগুলিকে মাথায় রেখেই চিত্রাঙ্কন। তাতেই সেজে উঠেছে আদিবাসী গ্রামটি। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় ভ্রমণের সঙ্গে গন্তব্য হতেই পারে ছবির গ্রাম শিউলিবনা।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ