জঙ্গলমহলের ভৌম জলস্তর নিম্নমুখী, অশনি সঙ্কেত মানস ভূঁইয়ার বক্তব্যে

জঙ্গলমহলের ভৌম জলস্তর নিম্নমুখী, অশনি সঙ্কেত মানস ভূঁইয়ার বক্তব্যে

সামনেই নববর্ষ। তার আগে গ্রীষ্ম প্রারম্ভিক দাবদাহে হাঁসফাঁস জঙ্গলমহল সহ সমগ্র দক্ষিনবঙ্গ। তারই মধ্যে আশঙ্কার খবর শোনালেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি জানিয়েছেন, উপগ্রহ চিত্র অনুযায়ী পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলা গুলির ভৌম জলস্তর দ্রুত হ্রাস পাচ্ছে।

মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের সার্কিট হাউসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জলসম্পদ ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর সতর্কবার্তা, “উপগ্রহ চিত্র মারফৎ জানা গেছে পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান- এর বিস্তীর্ণ এলাকায় মাটির তলার জল অনেক নীচে নেমে যাচ্ছে।

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

এর ফলে, এসব এলাকায় চাষের কাজের জন্য মাটির উপরের জল ও বৃষ্টির জল সংরক্ষণের উপর জোর দেওয়া হয়েছে।” তিনি আরও জানিয়েছেন, জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত এলাকায় জল সংরক্ষণের জোর দিচ্ছে রাজ্য সরকার। এলাকাগুলি বৃষ্টির জল সংরক্ষণের বিষয়ে বিশেষ উদ্যোগ নিচ্ছে জলসম্পদ উন্নয়ন দপ্তর।

আরও পড়ুন:  “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

এছাড়াও জলসম্পদ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন জেলা ভিত্তিক ব্লকগুলির ভৌম জলস্তরের অবনমন চিহ্নিত করে পুকুর খনন, জল সঞ্চয়, নদী থেকে খাল কেটে সেই জল সঞ্চয় করে চাষের কাজে লাগানো প্রভৃতি বিষয়গুলি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ