Medinipur : সিআইডি-র হাতে গ্রেপ্তার প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দার ও তমলুকের প্রধান শিক্ষক

img 20240111 wa0003

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ভুয়ো জাতিগত শংসাপত্রের মাধ্যমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিআইডি-র হাতে গ্রেপ্তার হলেন জেলা বিদ্যালয় পরিদর্শক চাপেশ্বর সর্দার এবং তমলুক খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া। চাপেশ্বর সর্দার ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত তিনি পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। তার আগে ২০১৮ সাল পর্যন্ত তিনি পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

২০১৭ সালে কম্পিউটার শিক্ষক হিসেবে শুভেন্দু হাটুয়া-কে নিয়োগ করা হয়েছিল তমলুক খামারচক হাইস্কুলে। অভিযোগ ওঠে, ভুয়ো জাতিগত শংসাপত্রের মাধ্যমে এই নিয়োগ হয়েছে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। হাইকোর্টের নির্দেশে তমলুক থানায় এফআইআর দায়ের করেন বর্তমান ডিআই। সেই মামলার তদন্তভার সিআইডি-র হাতে। সেই মামলাতেই ১০ জানুয়ারি বুধবার রাতে পূর্ব মেদিনীপুরের ময়নার বাড়ি থেকে প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দার ও তমলুক খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া-কে গ্রেপ্তার করে সিআইডি। তাৎপর্যপূর্ণ ভাবে নিযুক্ত শিক্ষক শুভেন্দু হাটুয়া সম্পর্কে প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়ার ভাইপো।

আরও পড়ুন:  মেদিনীপুর লোকসভায় পিছিয়ে বিজেপি 

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ