ভূতের ভয় দেখিয়ে লুট হচ্ছে জঙ্গলের বহু মূল্যবান কাঠ

ভূতের ভয় দেখিয়ে লুট হচ্ছে জঙ্গলের বহু মূল্যবান কাঠ

এ বিশ্বে ভূত আছে কিনা জানা নেই। তবে সেই ভূতের আতঙ্ক আছে তা বলা যায়। এমনকি ভুতের আতঙ্কে অনেক জায়গায় অনেক রকম কান্ড ঘটে। তবে এবার বাঁকুড়ার মেজিয়া বনাঞ্চলের মানা জঙ্গলে ভূতের ভয়ের সুযোগ নিল চোরের দল। এই ঘটনায় ক্ষুব্দ হয়েছে এলাকার স্থানীয় বাসিন্দারা।

বনদফতর সূত্রে জানা গেছে, মেজিয়া বনাঞ্চলের এই জঙ্গলটিকে মেজিয়া শিল্পাঞ্চলের হৃদয়। এই বনাঞ্চল জুড়ে থাকা হাজার হাজার গাছ সমস্ত দূষিত বাতাস শুষে নেয়। এই এলাকায় ভূতের আতঙ্ক চরমে উঠেছে এলাকার বাসিন্দাদের মনে। সেই আতঙ্কের ফলে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। এমনকি এই ভূতের আতঙ্কে পালিয়ে যায় নিরাপত্তারক্ষীরাও। যার ফলে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে বেড়েই চলেছে। তাই সংকটে পরতে চলেছে জঙ্গলের অস্তিত্ব। যখন ভূতের ভয় এলাকা খালি করে সবাই ঘরে ঢুকে যায়। সেই সুযোগ পেয়ে নিশ্চিন্ত হয়ে নিজের কাজ করে চলে চোরেদের দল।

আরও পড়ুন:  মুকুটমণিপুরে নতুন আকর্ষণ, চালু হল সেলফি জোন

আগে এই জঙ্গল সুরক্ষার জন্য দুইজন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। তবে কিছুদিন আগে একজন কর্মী অবসর নিয়েছে। এরপর অন্যজন ভূতের ভয়ে আতঙ্কে অন্য জায়গায় চলে যায়। তাই ফাঁকা জঙ্গলের সুযোগ পেয়ে সমস্ত গাছ কেটে সাফ করে দিচ্ছে দুষ্কৃতীরা ।

আরও পড়ুন:  “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

এপ্রসঙ্গে বনদফতরের আধিকারিক জানিয়েছেন, ‘জঙ্গল থেকে গাছ কেটে কাঠ চুরির ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। কিছু কর্মীর অভাবে এই ঘটনা ঘটছে। তবে আমরা অক্লান্ত পরিশ্রম করছি এই সমস্যা মেটাতে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে পারব’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ