জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক বৃদ্ধি, নিরাপত্তার আবেদন একাধিক তৃণমূল নেতার

জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক বৃদ্ধি, নিরাপত্তার আবেদন একাধিক তৃণমূল নেতার

সাম্প্রতিক সময়ে জঙ্গলমহলে ফের মাওবাদী কার্যকলাপ শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে একাধিক মহলে। এরফলে বিভিন্ন মহলে মাওবাদী কার্যকলাপকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। তারই মাঝে নিজেদের নিরাপত্তা বৃদ্ধির জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাতে শুরু করলেন রাজ্যেই শাসক দলের একাধিক নেতা।

সাম্প্রতিক অতীতে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার মিলেছে। মাওবাদীদের ডাকা ৮ এপ্রিলের বনধের প্রভাবও পরিলক্ষিত হয়েছে জঙ্গলমহলে। এমনকি মাওবাদীদের ডাকা ৮ এপ্রিলের বনধের আগে বেলপাহাড়িতে ল্যান্ডমাইন উদ্ধার হয়েছিল। উদ্ধার হওয়া বিভিন্ন পোস্টারে শাসক দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভের প্রকাশও হয়েছে। যদিও প্রশাসন ও তৃণমূলের তরফে প্রকাশ্যে মাওবাদী গতিবিধির বিষয়টি অস্বীকার করা হলেও রাজ্যের শাসক দলের একাধিক নেতা ব্যক্তিগত নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে।

আরও পড়ুন:  পঞ্চায়েত ভোটে বিজেপিকে জেতালেই পৃথক রাঢ়বঙ্গ রাজ্যের দাবি, জানালেন বিজেপি বিধায়ক

জানা গিয়েছে, বাঁকুড়া জেলা পরিষদের সদস্য চিত্ত মাহাতো সঙ্গে থাকা একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর সংখ্যা বৃদ্ধির আবেদন করেছেন জেলা পুলিশের কাছে। তালিকায় আরও বেশ কয়েকজন নেতার নাম রয়েছে বলে খবর। শাসক দলের তরফে মাওবাদী গতিবিধির বিষয়টি স্বীকার করা না হলেও বিজেপির কটাক্ষ, জঙ্গলমহলে শাসকদলের নেতারা পাহাড়প্রমাণ দুর্নীতি করার কারণেই নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ