Abhishek at at Raj Bhavan : রাতভর ধর্নামঞ্চে অভিষেক, রাজ্যপাল কবে ফিরবেন?

Abhishek at at Raj Bhavan : রাতভর ধর্নামঞ্চে অভিষেক, রাজ্যপাল কবে ফিরবেন?

দিল্লিতে কৃষি ভবনে হেনস্থার অভিযোগ এনে কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনরাজ্যপাল সিভি আনন্দ বোসকে স্মারকলিপি দিতে মিছিল নিয়ে পৌঁছে ছিলেন বৃহস্পতিবার। কিন্তু রাজ্যপাল না থাকায় তাঁর অপেক্ষায় অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসেছেন তিনি। সঙ্গে রয়েছেন তৃণমূলের শীর্ষস্তরের নেতৃত্বরা।

দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি দেখা না করার পরেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে ‘রাজভবন অভিযান’-এর ডাক দিয়েছিলেন অভিষেক। বুধবার দুপুর ২টো নাগাদ রবীন্দ্র সদন থেকে মিছিল করে রাজভবন যান তিনি। কিন্তু দিল্লি থেকে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখতে এসে ফের দিল্লি ফিরে যান তিনি । এরপরে রাজভবনের সামনে অবস্থান শুরুর ঘোষণা করেন অভিষেক। বলেন, ‘‘কিন্তু যত ক্ষণ না রাজ্যপালের দেখা পাচ্ছি, আমরা ধর্নামঞ্চে থেকে যাব। এখানেই রাত কাটাব।’’

আরও পড়ুন:  TMC Delhi : অভিষেক সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আটক, টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুললো পুলিশ

তারপর রাতভর ধর্নামঞ্চেই কাটিয়েছেন অভিষেক। এখনও জানা নেই রাজ্যপাল কবে কলকাতা ফিরছেন। অন্যদিকে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল। বেলা ১১টা থেকে সভা শুরু হবে।

আরও পড়ুন:  Abhishek Banerjee : অভিষেক রাজঘাট ছাড়া, ফোন হারালেন শান্তনু, জুতো খোয়ালেন সুজিত

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ