Elephant: কলাইকুণ্ডা ও চাঁদড়ার জঙ্গলে রয়েছে হাতির দল, সতর্ক গ্রামবাসীরা

Elephant: কলাইকুণ্ডা ও চাঁদড়ার জঙ্গলে রয়েছে হাতির দল, সতর্ক গ্রামবাসীরা

কলাইকুণ্ডার জাঠিয়া ও মেদিনীপুর সদর চাঁদড়ার জঙ্গলে এখন অবস্থান হাতিদের৷ বিশেষ সতর্ক গ্রামবাসীরা। সঙ্গে সদ্য জন্ম নেওয়া হাতির শাবক থাকায় কিছু হাতি এখন জাঠিয়ার জঙ্গলেই থাকবে বলে অনুমান গ্রামবাসীদের।

বিগত কয়েকদিন ধরেই খড়গপুর বন বিভাগের কলাইকুণ্ডা রেঞ্জের জঠিয়া জঙ্গল লাগোয়া এলাকা দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। নষ্ট হচ্ছে ফসল। তারই মধ্যে হস্তি শাবকের জন্ম দিয়েছে এক হস্তিনী। ফলে হাতির দল এখন সেখানেই অবস্থান করবে বলে অনুমান গ্রামবাসীদের। সব মিলিয়ে কলাইকুণ্ডা রেঞ্জে প্রায় ১৩০টির বেশি হাতি রয়েছে এই মুহূর্তে। মঙ্গলবার রাতে ৬ নম্বর জাতীয় সড়কে খেমাশুলি পাম্পের পাশে ৬০/৭০ টি হাতির দলকে বিচরণ করতে দেখা যায়।

আরও পড়ুন:  Medinipur: আবর্জনা ফেলাকে কেন্দ্র করে তুলকালাম, হাতাহাতিতে প্রাক্তন কাউন্সিলর

এরপর সকালের দিকে সঙ্গে বাচ্চা হাতি থাকায় ২৫/৩০ টি হাতির একটি দল কলাইকুণ্ডা রেঞ্জের জঠিয়া জঙ্গলের দিকে ফিরে গিয়েছে। বাকি ৬০/৭০ টি হাতি নদী অতিক্রম করে মেদিনীপুর সদর চাঁদড়ার জঙ্গলে রয়েছে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ