BRAKING NEWS

Kharagpur : খড়গপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি না হলেও উঠছে অন্তর্ঘাতের তত্ত্ব

Kharagpur : খড়গপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি না হলেও উঠছে অন্তর্ঘাতের তত্ত্ব, GNE BANGLA

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রইলো পশ্চিম মেদিনীপুরের রেলশহর খড়গপুর। হঠাৎই জ্বলে উঠলো খড়গপুর টাউন থানার কাছে রেলের লাইনের পাশে শুকনো ঘাসের জঙ্গল। ক্ষয়ক্ষতি না হলেও উঠছে অন্তর্ঘাতের তত্ত্ব।

জানা গিয়েছে, এইদিন রাতে রেললাইন থেকে অদূরে শুকনো ঘাসের জঙ্গল হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে। খবর যায় দমকল ও রেলপুলিশের কাছে। রেলপুলিশ ও দমকলের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা যায় দ্রুত। স্থানীয়দের অনুমান কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে শীতের শুকনো ঘাসে আগুন লাগিয়ে থাকতে পারে। দমকল ও রেলপুলিশ তৎপরতার সঙ্গে ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা হতে পারতো।