তৃণমূল নেতার চেম্বারে হাতুড়ে ডাক্তারের কাছে গর্ভপাত, দেগঙ্গায় মৃত্যু গৃহবধূর

তৃণমূল নেতার চেম্বারে হাতুড়ে ডাক্তারের কাছে গর্ভপাত, দেগঙ্গায় মৃত্যু গৃহবধূর

রবিবার সকালে গর্ভপাত স্থানীয় হাতুড়ে ডাক্তারের কাছে গর্ভপাত করাতে গিয়ে চেম্বারেই মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সুন্দেপুকুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকা।

জানা গিয়েছে, বাদুড়িয়ার গোখনা এলাকার বাসিন্দা এক ২৫ বছর বয়সী গৃহবধূ চার মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। তাঁর আগেই একটি সন্তান থাকায় গর্ভপাত করানোর সিদ্ধান্ত নেন। এক মহিলার সঙ্গে পরিচিতির সুবাদে তিনি গৃহবধূকে ঐ হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে যান। অভিযোগ, গর্ভপাত করানোর পরেই অসুস্থ হয়ে পড়েন ঐ গৃহবধূ। কিছুক্ষনের মধ্যে চেম্বারেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, চেম্বারের মালিক স্থানীয় তৃণমূল নেতা।

আরও পড়ুন:  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ পুলিশকর্মী, গ্রেপ্তার ৪১ জন

ঘটনার পর থেকে সরকারী ছাড়পত্র না থাকা ঐ চেম্বারের মালিক ও গৃহবধূর পরিচিত মহিলা পলাতক। দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে ঐ চেম্বারে গর্ভপাত করানো হত দাবি করে তাঁদের গ্রেপ্তারের দাবিতে পরিরারের লোকজন ও স্থানীয়রা প্রতিবাদ দেখাতে থাকেন। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত হাতুড়ে ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ