নন্দীগ্রাম প্রসঙ্গে প্রত্যুত্তর শুভেন্দু অধিকারীর, সাংবাদিক সম্মেলনকে ‘প্রহসন’ বলে কটাক্ষ

নন্দীগ্রাম প্রসঙ্গে প্রত্যুত্তর শুভেন্দু অধিকারীর, সাংবাদিক সম্মেলনকে ‘প্রহসন’ বলে কটাক্ষ

শনিবার তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলনে বিধানসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন বিজেপি নেতা তথা বর্তমানের তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদার। রবিবার টুইট করে তারই প্রত্যুত্তর দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এমনকি তৃণমূলের সাংবাদিক সম্মেলনকে ‘প্রহসন’ বলেও কটাক্ষ করেছেন তিনি।

আরও পড়ুন:  Akhil Giri : ফের ক্ষমাপ্রার্থনা অখিল গিরির, রাষ্ট্রপতি নিয়ে মন্তব্যের জন্য “অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী”

কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল দফতরে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের উপস্থিতিতে রাজীব বলেন, ‘‘ভোটের দিন আমাকে ফোনশুভেন্দু অধিকারী বলেছিলেন, তিনি হেরে গিয়েছেন। কিন্তু পরে কী ভাবে তিনি জিতে যান, তা জানি না।’’ সেই দাবিকে সমর্থন করেন সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে যাওয়া জয়প্রকাশ মজুমদার। এরই প্রেক্ষিতে শুভেন্দু টুইটে লিখেছে, “গতকালের তোলামুল দলের সাংবাদিক ‘প্রহসন’ থুড়ি সম্মেলন দেখে সত্যেন্দ্রনাথ দত্ত-এর ‘উত্তম ও অধম’ কবিতাটি মনে পড়ে গেল।”

আরও পড়ুন:  Jhargram: ‘বীরসার জন্মদিবসে ছুটি’, ছ’টি মূর্তি উন্মোচন ও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

তৃণমূলকে ‘তোলামুল’ বলে কটাক্ষ করার পাশাপাশি সত্যেন্দ্রনাথ দত্ত-এর ‘উত্তম ও অধম’ কবিতা ও গাঁধীজির তিন বাঁদরের একটি ছবিও পোস্ট করেছেন শুভেন্দু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ