IIT Kharagpur: একদিনে ৭০০ চাকরি, ৬ জনের ১ কোটির উপর বেতন আইআইটি খড়গপুরে

IIT Kharagpur: একদিনে ৭০০ চাকরি, ৬ জনের ১ কোটির উপর বেতন আইআইটি খড়গপুরে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

আইআইটি খড়গপুরে প্লেসমেন্ট সেশনের প্রথম দিনেই ৭০০ চাকরি। ১৫টি আন্তর্জাতিক প্রস্তাবের পাশাপাশি ৬ জন পড়ুয়া বার্ষিক ১ কোটি টাকার বেশি বেতনের প্রস্তাব পেয়েছেন।

১ ডিসেম্বর থেকে আইআইটি খড়গপুরে প্লেসমেন্ট সেশন ২০২৩-২৪ শুরু হয়েছে। যোগ দিয়েছে সারা বিশ্বের ৬১টিরও বেশি প্রথম সারির কোম্পানি। রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল প্রভৃতি সেরা কোম্পানিগুলিও। ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের প্রথম দিনেই ৭০০ চাকরির প্রস্তাব পেয়েছেন ছাত্ররা। সফটওয়্যার, ফিন্যান্স, ব্যাঙ্কিং, কনসাল্টিং, অ্যানালিসিস, কোর ইঞ্জিনিয়ারিং মিলিয়ে বিভিন্ন বিভাগের ১২১টি প্রোফাইলে চাকরির সুযোগ পেয়েছেন পড়ুয়ারা৷ ১৫ টি আন্তর্জাতিক অফারের পাশাপাশি ৬ জন ১ কোটি টাকার বেশি সিটিসি-র প্রস্তাব পেয়েছেন।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

আইআইটি খড়গপুরের ডিরেক্টর প্রফেসর ভি কে তিওয়ারি এই বিষয়ে বলেছেন, “বর্তমানে প্লেসমেন্ট কিঞ্চিৎ ধীরে হলেও প্লেসমেন্ট সেশনের প্রথম দিনেই ৭০০ চাকরির প্রস্তাব পেয়ে আইআইটি খড়গপুর শীর্ষে। এটা থেকেই গুণমান সম্পন্ন ব্যক্তি ও উৎকৃষ্ট শিক্ষাপ্রদান প্রমাণিত হয়।” সঠিক পরিকল্পনা নিয়ে নতুন কোম্পানিগুলির কাছে পৌঁছে যাওয়াই আইআইটি খড়গপুরের সাফল্যের কারণ বলে ব্যাখ্যা করেছেন প্রতিষ্ঠানের কেরিয়ার ডেভলপমেন্ট সেন্টারের চেয়ারপার্সন প্রফেসর রাজীব মাইতি।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ