Jhargram : মুখের জটিল অস্ত্রোপচার সফল ঝাড়গ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে

Jhargram : মুখের জটিল অস্ত্রোপচার সফল ঝাড়গ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে

মুখের টিউমারের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করলেন ঝাড়গ্রামের নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ইএনটি ও ডেন্টাল সার্জারি বিভাগের চিকিৎসকেরা। টিউমারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় নবজীবন পেলেন ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম ব্লকের বাছুরখোয়াড় গ্রামের বাসিন্দা এক ব্যক্তি।

জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম ব্লকের বাছুরখোয়াড় গ্রামের বাসিন্দা সুধীর মান্ডি দীর্ঘ প্রায় ৭ বছর ধরে মুখের টিউমারে আক্রান্ত ছিলেন। কিন্তু চিকিৎসা করাননি। এমতাবস্থায় বাছুরখোয়ার গ্রামের ওল্ডএজ ক্যাম্পে বিষয়টি নজরে পড়ে নয়াগ্রাম হাসপাতালের বিএমওএইচ ডক্টর দেবাশিস মাহাতোর। তিনি সুধীর মান্ডিকে হাসপাতালে এসে চিকিৎসার পরামর্শ দেন। এরপর এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় তিনি চিকিৎসার জন্য নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন। সেখান প্রয়োজনীয়তা অনুভব করে মুখের টিউমারটির জটিল অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন করেন হাসপাতালের ইএনটি সার্জেন ডাঃ কাঞ্চন পাঠক এবং ডেন্টাল সার্জেন ডাঃ শান্তনু বাদসা।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

আরও পড়ুন:  ভোট তো পরের কথা! প্রচারে যেতেই তৃণমূলের প্রার্থীকে ঘিরে বিক্ষোভ

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ