সবাইকে পিছনে ফেলে দেশের সেরা খড়গপুর ডিভিশন, আয় করল কোটি কোটি টাকা

সবাইকে পিছনে ফেলে দেশের সেরা খড়গপুর ডিভিশন, আয় করল কোটি কোটি টাকা

রেলের পরিষেবা নিয়ে ই-অকশন। তাতেই সবাইকে পিছনে ফেলে দেশের সেরা খড়গপুর ডিভিশন, আয় করল কোটি কোটি টাকা। পিছনে ফেললো ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল ডিভিশন ও তৃতীয় স্থানে স্থানে থাকা মুম্বাই সেন্ট্রাল ডিভিশনকে।

করোনা কালে রেলের পরিষেবা সংক্রান্ত আয় বাড়াতে সক্রিয় হয়েছে রেল দফতর। রেলের বিভিন্ন পরিষেবা কোন সংস্থাকে দেওয়া হবে তা নিয়ে হয় ই-অকশন। ই-অকশনের আয়োজন করে খড়গপুর ডিভিশনও। সেই বরাতের আয়ের নিরিখে বেশি আয় হয়েছে খড়গপুরের। খড়গপুর রেল ডিভিশন মোট ১১০ টি পরিষেবার বরাত ই-অকশনে দেয়। পার্সেল পরিষেবার আয় প্রায় ১৩১ কোটি টাকা, পার্কিং পরিষেবাতে আয় প্রায় সাড়ে তিন কোটি টাকা, বিজ্ঞাপন পরিষেবায় আয় প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা, শৌচাগার পরিষেবায় আয় প্রায় ২ কোটি টাকা। আয়ের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল ডিভিশন ও তৃতীয় স্থানে মুম্বাই সেন্ট্রাল ডিভিশন। রেলের বরাত ও ই-অকশন নিয়ে প্রচার, ঠিকাদার সংস্থাগুলির সঙ্গে সংযোগকে গুরুত্ব দিয়েছিল রেল। গত তিন মাসে ই-অকশন থেকে ভারতীয় রেলের রেকর্ড প্রায় ৮৪৪ কোটি টাকা আয় হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ