
চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
শহর জুড়ে দখলদার মুক্ত রাস্তা ও ফুটপাত অভিযান শুরু করেছে মেদিনীপুর পুরসভা (Medinipur Municipality)। এবার পুজোর মুখে পুরসভার তরফে হুঁশিয়ারি শহরের শপিংমল (Shopping Malls), মার্কেট কমপ্লেক্স (Market Complex), রেস্টুরেন্ট, হোটেল, নার্সিংহোমগুলিকে। সেগুলির নিজস্ব পার্কিং (Parking Zone) জোনের ব্যবস্থা না থাকলে বাতিল করা হবে লাইসেন্স!

সাম্প্রতিক সময়ে জেলা শহরে একের পর এক মার্কেট কমপ্লেক্স, শপিং মল তৈরি হয়েছে। অনেকক্ষেত্রে উদ্বোধনের দিন থেকেই যানজটে বিপর্যস্ত হয়েছে শহরের ট্রাফিক। অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই শপিংমল, মার্কেট কমপ্লেক্স, রেস্টুরেন্ট, হোটেল, নার্সিংহোমগুলির নিজস্ব কোনও পার্কিং জোন নেই। ফলে রাস্তা ও ফুটপাতের উপরেই যত্রতত্র রাখা থাকে উপভোক্তাদের গাড়ি, বাইক প্রভৃতি। পুজোর মরশুমে একাধিক জনপ্রিয় বিপনীরও উদ্বোধন হয়েছে। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে ক্রেতাসমাগম। এই পরিস্থিতিতে এই সব বেআইনি পার্কিং ও যানজটের আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছে মেদিনীপুর পুরসভা।

অন্যদিকে কিছুদিন আগেই কলেজ স্কোয়ারে বেআইনি ফুটপাতের দোকানে বেআইনি বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় একজন কর্মীর। গুরুতর আহত হন ২ জন। এরপর জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক হয় পুরসভা ও বিদ্যুৎ দফতরের৷ শহরের রাস্তা ফুটপাতে বেআইনি দখলদারি উচ্ছেদে তৎপর হয়েছেন স্বয়ং পৌরপ্রধান সৌমেন খান। এবার পুজোর আগে বেআইনি পার্কিংয়ের কারণে বিশৃঙ্খল ট্রাফিক সমস্যার আশঙ্কায় শপিং মল, মার্কেট কমপ্লেক্স, হোটেল, রেস্টুরেন্ট, নার্সিংহোমগুলিকে নোটিশ পাঠাচ্ছে পুরসভা। তাদের নিজস্ব পার্কিং জোন গড়ে তুলতে হবে৷ নতুবা বাতিল হবে লাইসেন্স।