BRAKING NEWS

Medinipur : শপথ নিলেন মেডিক্যাল কলেজের স্কুল অফ নার্সিং-এর ছাত্রীরা

Medinipur : শপথ নিলেন মেডিক্যাল কলেজের স্কুল অফ নার্সিং-এর ছাত্রীরা, GNE BANGLA

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্কুল অফ নার্সিং-এর প্রথম বর্সের ৫১ জন ছাত্রী শপথ নিলেন ল্যাম্প লাইটিং সেরিমনির মাধ্যমে।

লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইট্যাঙ্গেলের প্রতি শ্রদ্ধা থেকে সারা বিশ্বে নার্সিং ছাত্রীরা আজও পালন করেন ল্যাম্প লাইটিং সেরিমিনি। মোমবাতি প্রজ্জ্বলন করে মুমূর্ষু রোগীদের আলো দেখান সেবিকারা। মোমবাতির আলো অসুস্থ রোগীদের জীবনে সেবিকাদের আলোর প্রতীক। মেদিনীপুর মেডিক্যাল কলেজের সভা ঘরে এদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্কুল অফ নার্সিং-এর প্রথম বর্সের ৫১ জন ছাত্রী রোগীদের সেবার শপথ নিলেন।

Medinipur :নিঃশব্দে জেল-মুক্ত নেতাই কাণ্ডে অভিযুক্ত অনুজ পাণ্ডে