BRAKING NEWS

Medinipur : সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা, উদ্যোগে মহিলা কলেজ

Medinipur : সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা, উদ্যোগে মহিলা কলেজ, GNE BANGLA

মেদিনীপুরে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের (স্বশাসিত) জাতীয় সেবা প্রকল্প ইউনিটের উদ্যোগে পালিত হল সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা। পুলিশ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে শতাধিক ছাত্রীরা সচেতনার পাঠ দেন পথ চলতি মানুষজনদের।

সাম্প্রতিক সময়ে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে রাস্তায় বৃদ্ধি পাচ্ছে মানুষজন, যানবাহন। প্রায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা৷ আর বেশির ভাগ ক্ষেত্রে এই সব দুর্ঘটনার কারন সচেতনতার অভাব। বেপরােয়া গাড়ি চালানাে, বাসের সঙ্গে রেষারেষি, সিগন্যাল ও ট্রাফিক আইন ভঙ্গ ফলাফল দুর্ঘটনা, জীবন ও সম্পত্তি ও অঙ্গহানি। সেই বিষয়ে মানুষকে সচেতন করতে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মেদিনীপুরে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ বার্তা দিতে পথে নামলেন।

নূন্যতম মজুরির দাবিতে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন ক্ষেতমজুর সমিতির

কলেজ থেকে রাঙামাটি উড়ালপুল পর্যন্ত পথ যাত্রার পরে পথ চলতি গাড়ি বাইক আরোহীদের হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের প্রয়োজনীয়তা, মত্ত অবস্থায় গাড়ি না চালানোর বিষয়ে সচেতন করেন ছাত্রীরা। ছাত্রীদের সঙ্গে ছিলেন কলেজের অধ্যক্ষা জয়শ্রী লাহা, ডিএসপি ট্রাফিক পুলিশ পশ্চিম মেদিনীপুর অসীম কুমার পাঁজা, ট্রাফিক ওসি তাপস কুমার পাল, গুড়গুড়িপাল থানার পবন কাউর, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।

Medinipur : শহরের রাজাবাজার এলাকায় ভয়াবহ আগুন, ভস্মীভূত বাড়ি