IIT Kharagpur : বিশেষ কোর্স করাবে আইআইটি খড়গপুর, জানুন বিস্তারিত

IIT Kharagpur : বিশেষ কোর্স করাবে আইআইটি খড়গপুর, জানুন বিস্তারিত

পেশাদার জগতে ক্লাউড কম্পিউটিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো বিভিন্ন বিষয়ের চাহিদা ক্রমবর্ধমান। বর্তমানে বিষয়গুলি নিয়ে বিভিন্ন ধরনের কোর্সও করাচ্ছে একাধিক প্রতিষ্ঠান। আইআইটি খড়গপুরও সেন্টার ফর কন্টিনিউইং এডুকেশন অ্যান্ড টেকনোলজির তরফে ক্লাউড কম্পিউটিং বিষয়ে স্বল্প সময়ের একটি কোর্স শুরু করতে চলেছে। কোর্সটি করানো হবে অনলাইন মাধ্যমে।

কোর্সের বিষয় – ক্লাউড কম্পিউটিং কনসেপ্টস, ক্লাউড সিস্টেমস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, বিগ ডেটা অ্যান্ড অ্যাপ্লিকেশনস ইন দ্য ক্লাউড, ভার্চুয়ালাইজ়েশন, এলওটি এবং ক্লাউড অর্কেস্ট্রেশন অ্যান্ড কিউবারনেটস।

আরও পড়ুন:  Paschim Medinipur : জেলায় গঠিত হল জেলা পরিষদের স্থায়ী কমিটি, স্থির কর্মাধ্যক্ষদের নাম

শিক্ষাগত যোগ্যতা- কোর্সে আইটিআই পাশ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, টেকনোলজি শাখায় স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, পোস্ট ডক্টরাল ফেলো, অধ্যাপনা, শিক্ষকতা কিংবা আনুষঙ্গিক বিভাগের পেশাদার ক্ষেত্রে যুক্তরা আবেদন করতে পারবেন।

কোর্সের সময়সীমা- ৩০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর।

আরও পড়ুন:  Paschim Medinipur : জেলার ৫ পঞ্চায়েত পুরস্কৃত, জেলা পরিষদের তরফে ভালো কাজের স্বীকৃতি

ক্লাসের দিন – প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার অনলাইন মাধ্যমে ক্লাস হবে।

কোর্স ফি – কোর্সের অ্যাপ্লিকেশন ফি ১১৮০ টাকা। কোর্স ফি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পড়ুয়াদের ৩,৫০০ টাকা, অধ্যাপনা এবং শিক্ষকতা বিভাগের পেশাদারদের ৭,৫০০ টাকা, অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের ৫,০০০ টাকা, পেশাদার ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের ১৫,০০০ টাকা।

আবেদনের শেষ দিন – ২৮ সেপ্টেম্বর। আবেদনের জন্য আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ