Medinipur : সার বিক্রিতে অনিয়মের অভিযোগ জাড়া মিরগা কৃষি সমবায় সমিতিতে, পদক্ষেপ আধিকারিকের

Medinipur : সার বিক্রিতে অনিয়মের অভিযোগ জাড়া মিরগা কৃষি সমবায় সমিতিতে, পদক্ষেপ আধিকারিকের

কৃষি সমবায় সমিতিগুলি থেকে চাষীদের সার না দিয়ে বিভিন্ন সময় ঘুরপথে বাজারে বিক্রি করার অভিযোগ ওঠে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির ৮ নম্বর গড়মাল গ্রাম পঞ্চায়েতের জাড়া মিরগা অঞ্চলের কৃষি সমবায় সমিতিতে এমনই অভিযোগ উঠেছিল। সমবায়ের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার নিত্যানন্দ রায়ের বিরুদ্ধে চাষিদের অভিযোগের ভিত্তিতে কৃষি দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মেদিনীপুর সদর সাবডিভিসন ও শালবনী ব্লকের কৃষি আধিকারিক উপস্থিত থেকে রবিবার ন্যায্য মূল্যে সার বিক্রির ব্যবস্থা করলেন।

অভিযোগ উঠেছে, ন্যায্য মূল্যে সার বিক্রির দাবি জানালে মিরগা সমবায় সমিতির ম্যানেজার গ্রামবাসীদের হুমকি দিত। এমনকি বিনা রসিদে, ন্যায্য মূলের থেকে বেশি মূল্যে সার কিনতে হত বলেও অভিযোগ। অভিযোগ, ম্যানেজার বাড়ি বাড়ি গিয়ে সারের জন্য আধারের ছাপ সংগ্রহ করতেন এবং সমিতির প্রকৃত সদস্য ও প্রান্তিক চাষিদের বঞ্চিত করে সেই সার বিক্রি করতেন। চাষীরা গত ৩ নভেম্বর সেই মর্মে অভিযোগ জানান স্থানীয় বিডিও, ব্লক সমবায় দফতর, ব্লক কৃষি দপ্তর, জেলা কৃষি দপ্তর, জেলা সমবায় সমিতিতে এবং জেলা শাসকের দপ্তরে।

আরও পড়ুন:  Medinipur : চন্দ্রযান-৩ মিশনে যুক্ত বিজ্ঞানীকে সংবর্ধনা মেদিনীপুর কুইজ কেন্দ্রের

অভিযোগ পেয়ে পদক্ষেপ নেন জেলা কৃষি দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মেদিনীপুর সদর সাবডিভিসন। শালবনী ব্লকের কৃষি আধিকারিককে সঙ্গে নিয়ে রবিবার নিজে উপস্থিত থাকেন জাড়া মিরগা অঞ্চলের কৃষি সমবায় সমিতিতে। মজুত রাসায়নিক সার ন্যায্য মূল্যে চাষীদের বিলি করেন এবং ভবিষ্যতে চাষীদের রসিদ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেন। ম্যানেজার নিত্যানন্দ রায়কে শোকজ করে তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দিয়েছেন জেলা কৃষি দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। অন্যথায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অধিকারিকের কড়া পদক্ষেপে খুশি স্থানীয় চাষিরা।

আরও পড়ুন:  Medinipur : লোকসভা ভোটে দিলীপই প্রার্থী মেদিনীপুরে

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ