BRAKING NEWS

National Science Day : হিজলী কলেজে পালিত হল জাতীয় বিজ্ঞান দিবস

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

২৮ শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। এই দিনেই বিখ্যাত পদার্থবিদ সি.ভি. রামন ১৯২৮ সালে কলকাতায় বসে আবিষ্কার করেছিলেন রামন এফেক্ট। পরবর্তীতে এই আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরষ্কারে ভূষিত হন। এই দিনটি সারা দেশের মত হিজলী কলেজেও পালিত হল।

Medinipur Forest Fire : জঙ্গলে আবার আগুন, বন দফতর-দমকল ও স্থানীয়দের প্রচেষ্টায় বাঁচলো গ্যাসের গোডাউন

মঙ্গলবার জাতীয় বিজ্ঞান দিবস কলেজের অধ্যক্ষ, সমস্ত অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। উদ্বোধনী সঙ্গীত, কিশলয়ে জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সৌম্যকান্তি ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলো নম্রতা মিশ্র। মহাবিদ্যালয়ের পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Medinipur : কোতোয়ালি থানা ঘেরাও বিজেপি-র, নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার প্রতিবাদ