Medinipur : ‘পঢ়ুঁয়া অষ্টমী’ পালিত হল মেদিনীপুরে

Medinipur : 'পঢ়ুঁয়া অষ্টমী' পালিত হল মেদিনীপুরে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মঙ্গলবার রীতিনীতি মেনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হলো ‘পঢ়ুঁয়া অষ্টমী’। বাবা মায়েরা জ্যেষ্ঠ সন্তানের মঙ্গলকামনায় পালন করলেন এই লৌকিক উৎসব। সুবর্ণ রৈখিক অববাহিকা এবং দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ লৌকিক ও পারিবারিক উৎসব এই ‘পঢ়ুঁয়া অষ্টমী’। এই লোক উৎসবটি ‘পৌড়া অষ্টমী’, ‘পোড়া অষ্টমী’ ও ‘প্রথমা অষ্টমী’ নামেও পরিচিত। রাসযাত্রার পরের কৃষ্ণা অষ্টমী তিথিতে পিতামাতার প্রথম সন্তানের মঙ্গলকামনায় এই উৎসব পালিত হয়।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

উৎসবের দিন পোষাক, ঘুনশী,ধান, দুর্বা, ফুল, চন্দন, কাঁচা হলুদ, মিষ্টি, নতুন পোষাক আসে মামাবাড়ি থেকে। তবে বিবাহত পুরুষদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকে এবং বিবাহিতা মহিলার পিত্রালয় থেকে এই সব জিনিস আসে। তুলসী মঞ্চের কাছকাছি মায়েররা কলাপাতার উপর বিউড়ি ডালের বড়ি দেন। তারপএল্র জ্যেষ্ঠ সন্তান কাঁচা হলুদ বাটা ও গঁধাউলার (আবাটা) মিশ্রণ মেখে স্নানের পর নতুন পোষাক, নতুন ঘুনসী পরিধান করেন। তার কপালে চন্দনের টিকা দিয়ে ও মাথায় ধান, দূর্বা ছিটিয়ে মঙ্গলকামনা করেন মা ও বাড়ির বয়ঃজ্যেষ্ঠরা। এরপর থাকে রকমারি খাওয়া দাওয়ার আয়োজন। এদিন বাড়িতে বানানো হয় নানা রকম পিঠে, ক্ষীর, মিষ্টি, পায়েস, পোলাও সহ নানা ধরনের আমিষ ও নিরামিষ পদ। এছাড়া অনেকে মামাবাড়িতে গিয়েও অষ্টমী পালন করেন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ