Paschim Medinipur : কবিতা আবৃত্তি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে বেলদার মেয়ে

Paschim Medinipur : কবিতা আবৃত্তি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে বেলদার মেয়ে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

কবিতা আবৃত্তি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার মেয়ে সৌরকণা রায়। সৌরকণার বয়স মাত্র ১১ বছর। তার সাফল্যে উচ্ছ্বসিত জেলাবাসী।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

বেলদার বাসিন্দা ১১ বছরের সৌরকণা স্কুল ছাত্রী। পড়াশোনার সঙ্গেই চলে তার কবিতা লেখা, আবৃত্তি চর্চা, গান। সৌরকণার মা স্কুল শিক্ষিকা, বাবা কলকাতায় কর্মরত। নিজের জগতেই নিজেকে গড়ে তুলেছে সে। এই বয়সেই আকাশবাণীতে আবৃত্তি ও সঙ্গীত বিভাগে নিয়মিত শিশু-শিল্পী। কম সময়ে সব থেকে বেশি সংখ্যক বাংলা কবিতা আবৃত্তি করায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে সৌরকণা।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ