Durga Puja 2023 : কখন অঞ্জলি ও সন্ধিপূজা? পঞ্জিকা মতে দুর্গাপূজার নির্ঘন্ট জানুন

Durga Puja 2023 : কখন অঞ্জলি ও সন্ধিপূজা? পঞ্জিকা মতে দুর্গাপূজার নির্ঘন্ট জানুন

দিন যাচ্ছে। ক্রমশ এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই ভিড় দোকানে, বাজারে। শুরু হয়েছে পুজোর কেনাকাটা। পুজোর আগমনীর আসার আগেই সবাই তৈরি করছেন পরিকল্পনা। বোধন, অঞ্জলি দেওয়া, সন্ধি পুজো দেখা, ধুনুচি নাচ, সিঁদুর খেলা সবই রয়েছে পরিকল্পনায়। এখন জেনে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পুজোর নির্ঘন্টগুলি।

ষষ্ঠী তিথি শুরু ১ কার্ত্তিক (১৯ অক্টোবর), বৃহস্পতিবার রাত্রি ১২ টা ৩৩ মিনিটে। শেষ ২ কার্ত্তিক (২০ অক্টোবর), শুক্রবার রাত্রি ১১ টা ২৫ মিনিটে।
দিবা ৯টা ২৭ মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ৮টা ৩০ মধ্যে দেবীর ষষ্ঠী পুজো। সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

সপ্তমী তিথি শুরু ২ কার্ত্তিক (২০ অক্টোবর), শুক্রবার রাত্রি ঘ ১১ টা ২৬ মিনিটে৷ শেষ ৩ কার্ত্তিক (২১ অক্টোবর), শনিবার রাত্রি ৯ টা ৫৪ মিনিটে।
দিবা ৯ টা ২৭ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরোধে ৭ টা ৫ গতে ৯ টা ২৭ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন ও সপ্তমীর পূজা। রাত্রি ১০ টা ৫৮ গতে ১১ টা ৪৬ মধ্যে দেবীর অর্ধরাত্রি পূজা।

আরও পড়ুন:  Durga Puja 2023: আগামী বছর দূর্গা পুজো কবে? দেখুন আগামী চার বছরের নির্ঘণ্ট

অষ্টমী তিথি শুরু ৩ কার্ত্তিক (২১ অক্টোবর), শনিবার রাত্রি ৯ টা ৫৫ মিনিটে। শেষ ৪ কার্ত্তিক (২২ অক্টোবর), রবিবার রাত্রি ০৮ টায়।
দিবা ৯ টা ২৭ মিনিট মধ্যে দেবীর মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতোবাস।

সন্ধি পূজা – রাত্রি ৭ টা ৩৬ গতে আরম্ভ। রাত্রি ০৮ টা গতে বলিদান। রাত্রি ৮ টা ২৪ মিনিট মধ্যে সন্ধি পূজা সমাপ্ত।

আরও পড়ুন:  Durga Puja 2023: আগামী বছর দূর্গা পুজো কবে? দেখুন আগামী চার বছরের নির্ঘণ্ট

নবমী তিথি শুরু ৪ কার্ত্তিক (২২ অক্টোবর), রবিবার রাত্রি ০৮ টা ১ মিনিটে৷ শেষ ৫ কার্ত্তিক (২৩ অক্টোবর), সোমবার অপরাহ্ন ঘ ৫ টা ৪৫ মিনিটে।
দিবা ৯ টা ২৭ মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৭ টা ৬ মধ্যে পুনঃ ৮ টা ৩২ গতে ৯ টা ২৭ মধ্যে দেবীর নবমী বিহিত পূজা ও নবরাত্রিকা ব্রত সমাপ্ত।

দশমী তিথি শুরু ৫ কার্ত্তিক (২৩ অক্টোবর), সোমবার অপ ঘ ৫ টা ৪৬ মিনিটে৷ শেষ ৬ কার্ত্তিক (২৪ অক্টোবর), মঙ্গলবার দিবা ৩ টে ১৫ মিনিট।
দিবা ৯ টা ২৭ মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ৭ টা ৬ মিনিট মধ্যে পুনঃ ৮ টা ৩২ গতে ৯ টা ২৭ মধ্যে দেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন। বিসর্জনের পর অপরাজিতা পূজা।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ