Medinipur : মেদিনীপুরে ‘মেধা অন্বেষণ’, উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অপরাজেয়’

img 20231227 wa0009

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

শিক্ষার্থীদের মধ্যে মেধার বৈষম্য দূর করার লক্ষ্যে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত হল মেধা অন্বেষণ অভীক্ষা। উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন‌ ‘অপরাজেয়’। বিভিন্ন স্কুলের দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।

আরও পড়ুন:  মেদিনীপুর লোকসভায় পিছিয়ে বিজেপি 

জেলা জুড়ে বুধবার মেধা অন্বেষণ অভীক্ষাটি অনুষ্ঠিত হয় মোট ১২ টি কেন্দ্রে। বিভিন্ন স্কুলের দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় দেড় হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়। পরবর্তী মেধা অন্বেষণ ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সংগঠকদের প্রচেষ্টা আগামীদিনে মেধা অন্বেষণ অষ্টম শ্রেণি পর্যন্ত করার। স্বেচ্ছাসেবী সংগঠনটির তরফে মেধা অন্বেষণ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রত্যেক স্কুলের কর্তৃপক্ষ, অভিভাবক-অভিভাবিকা ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানানো হয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ