পঞ্চায়েতে লাগামহীন সন্ত্রাসে আহত প্রিসাইডিং অফিসার

পঞ্চায়েতে লাগামহীন সন্ত্রাসে আহত প্রিসাইডিং অফিসার

পঞ্চায়েত সন্ত্রাসে এবারে আহত খোদ প্রিসাইডিং অফিসার।প্রিসাইডিং অফিসারকে মারধর করে , ব্যাপক হারে ছাপ্পা ভোট দিল দুষ্কৃতীরা।এমনই অভিযোগ গোয়ালপোখোর ১ নং ব্লকের ১৪৫ নম্বর বুথে।

আহত প্রিসাইংডিং অফিসারের নাম মোঃ খাইরুল।ইতিমধ্যেই তাকে অবস্থায় ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:  Central Force : বাকি ৪৮৫ কোম্পানি বাহিনীর ঘোষণা কেন্দ্রের, আদালতে মুলতবি শুনানি

স্থানীয় সূত্রে জানা গেছে , গোয়ালপোখরের চোপড়া বাকারী এলাকায় তৃণমূল ও নির্দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ঘটনাটি গোয়ালপোখরের চোপড়া বাকারী ১৪৫ নম্বর বুথ। সেই বুথে প্রিসাইডিং অফিসারকেও মারধরের অভিযোগ উঠেছে। আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।এই বিষয়ে তিনি জানান, “ওই বুথে ১০২০ জন ভোটার ছিল। তার মধ্যে কত ভোট পোল হয়েছে তা বলা মুশকিল।

আরও পড়ুন:  Panchayet Election : রাজ্যে ছুটি পঞ্চায়েত ভোটের দিন, কাটা যাবে না বেতনও

কিছুক্ষণ ভোট চলার পর বেশ কিছু দুষ্কৃতী বুথের ভিতর ঢুকে পরে। ব্যালট বাক্স কেড়ে নেওয়ার পাশাপাশি ছাপ্পা ভোট দিতে থাকে। সেক্টর অফিসে খবর পাঠালেও কেউ আসেনি।”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ