Panchayet Election : বুথে বোমা-গুলি, শূন্যে গুলি কেন্দ্রীয় বাহিনীর, আক্রান্ত পোলিং অফিসার

Panchayet Election : বুথে বোমা-গুলি, শূন্যে গুলি কেন্দ্রীয় বাহিনীর, আক্রান্ত পোলিং অফিসার

রাজ্যে চলছে পঞ্চায়েত নির্বাচন। সেই সঙ্গে রাজ্য জুড়ে অব্যাহত হিংসা, মারপিট, গুলিচালনা, বোমাবাজি ও মৃত্যু। এবার নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভোটকেন্দ্রে শূন্যে গুলি চালালো কেন্দ্রীয় বাহিনী।

নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথকেন্দ্রে বাধ্য হয়ে শূন্যে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মেরিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর বুথে ভোট দিতে যাওয়ার পথে দুই এসইউসিআই সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তৃণমূল এবং নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে জখম হয়েছেন জয়নগরের রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের পোলিং অফিসার অমর্ত্য সেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুন:  Panchayet Election : প্রতি বুথে চাই কেন্দ্রীয় বাহিনী, দাবি নিয়ে কমিশনে ধর্ণায় সরকারি কর্মচারীরা

অন্যদিকে বীরভূমের ময়ূরেশ্বরের গোপীনাথপুরে বিজেপি, তৃণমূল এবং নির্দলের সংঘর্ষে প্রাণ বাঁচাতে বুথ ছেড়ে পালালেন প্রিসাইডিং অফিসার ও ভোটকর্মীরা। সেখানে বন্ধ রয়েছে ভোটগ্রহণ। ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল চিরঞ্জিৎ কার্জি নামে এক যুবকের। কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানোর পরে সেখানেই চিরঞ্জিতের মৃত্যু হয়েছে। রাধিকা বর্মণ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন। তাদের দুইজনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে বিজেপি।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ