ছিঃ! চিতাবাঘের মাংসের পিকনিক, গ্রেফতার দুই

ছিঃ! চিতাবাঘের মাংসের পিকনিক, গ্রেফতার দুই

চিতাবাঘের মাংস রান্না করে খেয়ে আবার সেই চিতাবাঘের চামড়া ও নখ শুকিয়ে বিক্রির ছক দুই অভিযুক্তের। শেষমেশ বন দফতরের হাতে পাকড়াও

এদিন চিতাবাঘের চামড়া বিক্রি করতে যাওয়ার পথে ঘোষপুকুর বনবিভাগ ও এসএসবির ৩১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে খড়িবাড়ির ফৌজি জোত থেকে দুজনকে আটক করে। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম পিতালুস কেরকেট্টা, মুকেশ কেরকেট্টা ও তাপস খুড়া।

এপ্রসঙ্গে ঘোষ পুকুর বনদফতরের রেঞ্জার সোনাম ভুটিয়া বলেন, প্রায় ১৫ দিন আগেই চিতাবাঘের মৃতদেহের সাথে সেলফি তুলে কয়েকজন যুবক ফেসবুকে পোস্ট করে। সেই ফেসবুক পোস্ট দেখেই তদন্ত করে বনদফতর ও এসএসবির ৩১ নম্বর ব্যাটেলিয়ান। এদিন ধৃতদের চামড়া বিক্রির সময় পাকড়াও করে। তবে অভিযুক্তরা দাবি করেছে বাঘটা আগে থেকে মরা ছিল।গোটা বিষয় টি তদন্ত করা হচ্ছে।

এপ্রসঙ্গে ধৃত মুকেশ কেরকেট্টা জানায় , গত কয়েকদিন আগে তারা চা বাগানে গিয়ে একটি বাঘ মরা অবস্থায় দেখতে পায়। এরকম ঘটনা ঘটলে যে বনদফতরকে জানাতে হয় টা তাদের জানা ছিল না। গ্রামবাসীরা বাঘটিকে গ্রামে নিয়ে যায় ,সেখানেই অনেকেই মাংস রান্না করে খায়।সেসময় তারা ওই মৃত বাঘের সঙ্গে ছবি তুলেছিল আর চামড়া নখ আলাদা করে রেখেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ