ব্যালট পেপার লুট থেকে ব্যালাড বক্স পুকুরে ফেলে দেওয়া, সীমাহীন সন্ত্রাস পঞ্চায়েত নির্বাচনে

ব্যালট পেপার লুট থেকে ব্যালাড বক্স পুকুরে ফেলে দেওয়া, সীমাহীন সন্ত্রাস পঞ্চায়েত নির্বাচনে

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আগুন জ্বলছে রাজ্যে। একের পর এক মৃত্যু। বহু জায়গা থেকে ব্যালট পেপার লুট, ব্যালাড বক্স পুকুরে ফেলে দেওয়ার মতো ঘটনা বারবার উঠে এসেছে। এবার সেই এক ঘটনার পুনরাবৃত্তি হল গঙ্গারামপুরের জয়দেবপুর ও রাজীবপুর এলাকায়। বন্ধ হয়ে গেছে ভোট পর্ব। গঙ্গারামপুর থানার সুকদেবপুর অঞ্চলের জয়দেবপুর এলাকায় ব্যালট বাক্সে জল ঢালবার অভিযোগ। আর গঙ্গারামপুর থানার রাঘবপুর এলাকায় নির্বাচন চলাকালীন ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ। দুই ঘটনার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

আরও পড়ুন:  Central Force : বাকি ৪৮৫ কোম্পানি বাহিনীর ঘোষণা কেন্দ্রের, আদালতে মুলতবি শুনানি

শনিবার দুপুর ১১ টা নাগাদ জয়দেবপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি প্রার্থী সহ অন্যান্য বিজেপি কর্মীরা। সেই সময় এক বিজেপি কর্মী ব্যালট বক্সে জল ঢেলে দেয় বলে অভিযোগ। গঙ্গারামপুর থানার সুকদেবপুর অঞ্চলের জয়দেবপুর এলাকায় বুনিয়াদি বিদ্যালয়ের ১৭৫, ১৭৫A নং বুথে ব্যালট বাক্সে জল ঢালা হয়। এ নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ভোটকেন্দ্রে। ঘটনায় চাঞ্চল্য বর্তমানে ভোট বন্ধ রয়েছে জয়দেবপুরে।

আরও পড়ুন:  Panchayet Election : প্রতি বুথে কি থাকছে না কেন্দ্রীয় বাহিনী! ‘প্রাণনাশের আশঙ্কা’য় চিঠি কেন্দ্রে

স্থানীয় সূত্রে খবর , পাশাপাশি কর্তব্যরত এক পুলিশ নির্দিষ্ট দায়িত্ব থেকে সরে গিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে গল্প কথোপকথন করে বলে অভিযোগ। এরপর তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ভোটগ্রহণ কেন্দ্রে। পরবর্তীতে তৃণমূলের কর্মী সমর্থকেরা ভোটগ্রহণ বন্ধ করে দেন। সেই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল জেলা সভাপতি। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার আইসি সহ বিশাল বাহিনী। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ