৭ জুন আদ্রা শাখায় বাতিল একাধিক ট্রেন, চলবে কাজ, জানুন বিস্তারিত

৭ জুন আদ্রা শাখায় বাতিল একাধিক ট্রেন, চলবে কাজ, জানুন বিস্তারিত

দক্ষিণ পূর্ব রেলের তরফে জারি করা হয়েছে নোটিস। জানানো হয়েছে আগামী ৭ জুন মঙ্গলবার আদ্রা ডিভিশনের আদ্রা-মেদিনীপুর সেকশনে কাজ চলার কারনে ঐ দিন বেশ কয়েকটি ট্রেন বাতিল, শর্ট টার্মিনেটেড ও গতিপথ পরিবর্তন করা হয়েছে।

বাতিল ট্রেন-

12885/12886 শালিমার-ভোজুডি-শালিমার আরণ্যক এক্সপ্রেস।
22330/22329 আসানসোল-হলদিয়া-আসানসোল এক্সপ্রেস।

আরও পড়ুন:  মেদিনীপুরে নৃত্য কর্মশালা, উদ্যোগে মল্লার মিউজিক কলেজ

নির্দিষ্ট স্টেশন থেকে ছেড়ে নির্দিষ্ট গন্তব্য যাবে না-

08680 আদ্রা-মেদিনীপুর মেমু স্পেশাল ৭ জুন আদ্রা থেকে ছেড়ে মেদিনীপুরের পরিবর্তে বাঁকুড়া পর্যন্ত যাবে।
08679 মেদিনীপুর-আদ্রা মেমু স্পেশাল ৭ জুন মেদিনীপুরের পরিবর্তে বাঁকুড়া থেকে ছাড়বে।
18024 এনএসসিবি গোমো-খড়গপুর এক্সপ্রেস ৭ জুন এনএসসিবি গোমো থেকে রওনা হয়ে খড়গপুরের পরিবর্তে বাঁকুড়া পর্যন্ত যাবে।
18023 খড়গপুর-এনএসসিবি গোমো এক্সপ্রেস ৭ জুন খড়গপুরের পরিবর্তে বাঁকুড়া থেকে ছাড়বে।

আরও পড়ুন:  Medinipur: সিপিএমের উদ্যোগে মেদিনীপুর শহরে পদযাত্রা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান

রুট পরিবর্তন –

18628/18627 রাঁচি-হাওড়া-রাঁচি এক্সপ্রেস ৭ জুন যা যথাক্রমে রাঁচি এবং হাওড়া থেকে ছাড়বে কোটশিয়া-বোকারো স্টিল সিটি- চন্দ্রপুরা- মহুদা- আদ্রা- মেদিনীপুর- খড়গপুর রুটের পরিবর্তে কোটশিলা- পুরুলিয়া- চাদিল- টাটানগর- খড়গপুর রুট হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ