BRAKING NEWS

SFI : বেলপাহাড়ীতে এসএফআই-এর ছাত্রী সম্মেলন, উদ্যোগে দলের লোকাল কমিটি

SFI : বেলপাহাড়ীতে এসএফআই-এর ছাত্রী সম্মেলন, উদ্যোগে দলের লোকাল কমিটি, GNE BANGLA

এসএফআই-এর বেলপাহাড়ী লোকাল কমিটির উদ্যোগে বেলপাহাড়ীতে ছাত্রী সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলবার। এইদিন এসএফআই বেলপাহাড়ী লোকাল কমিটির উদ্যোগে বেলপাহাড়ী এলাকার ছাত্রীরা ছাত্রী সম্মেলনে যোগদান করে। বেলপাহাড়ী কমিউনিটি হলে এই সম্মেলনে উপস্থিত ছিলেন এসএফআই-এর জেলা সম্পাদক মধুশ্রী মজুমদার এবং এসএফআই বেলপাহাড়ী লোকাল কমিটির সদস্যারা।