Medinipur : জঙ্গলমহল সাহিত্য উৎসবের উদ্বোধন, তুমুল অশান্তি মেদিনীপুর কলেজে

Medinipur : জঙ্গলমহল সাহিত্য উৎসবের উদ্বোধন, তুমুল অশান্তি মেদিনীপুর কলেজে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

জঙ্গলমহল সাহিত্য উৎসবের উদ্বোধন হল মেদিনীপুর কলেজে। শনিবার বিকালে সাহিত্য উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতি তথা পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যানার লাগানোকে কেন্দ্র করে তুমুল অশান্তির ছাত্র সংঘর্ষে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হল কলেজ চত্ত্বরে।

জানা গিয়েছে, শিক্ষামন্ত্রীকে স্বাগত জানাতে কলেজের ফটকে ব্যানার লাগানো হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যানারে তৃণমূল ছাত্র পরিষদের নাম কেন আছে, সেই প্রশ্ন তুলে আপত্তি জানান এসএফআই সদস্যরা৷ তাঁরা কলেজের গেলে নিজেদের পতাকা লাগিয়ে দেন বলে অভিযোগ। এরপরেই দুই পক্ষের বচসায় ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়৷ ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ।

আরও পড়ুন:  Medinipur : ফুলপাহাড়ির ড্যামে ডুবে মৃত্যু হবু চিকিৎসকের, মৃত্যু ঘিরে রহস্য

পুলিশের তরফে দুই পক্ষকেই সমস্ত ব্যানার, পোস্টার, পতাকা খুলে নিতে বলা হয়। সেই সঙ্গে ব্রাত্য বসুকে স্বাগত জানাতে লাগানো ব্যানারগুলিতে তৃণমূল ছাত্র পরিষদের লোগো ও নাম মুড়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এরপরেও পুলিশের সামনেই হাতাহাতি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দুই ছাত্র সংগঠনের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে কলেজের সামনে আসে বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ