TET: করুণাময়ীতে বাম ছাত্র-যুব, সঙ্গে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, পুলিশি বাধায় উত্তপ্ত এলাকা

TET: করুণাময়ীতে বাম ছাত্র-যুব, সঙ্গে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, পুলিশি বাধায় উত্তপ্ত এলাকা

বৃহস্পতিবার মধ্য রাতের পর শুক্রবার দুপুরে ফের উত্তপ্ত হয়ে উঠলো সল্টলেকের করুণাময়ী চত্ত্বর। এই দিন পুনরায় প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে ২০১৪ সালের টেট উত্তীর্ণদের একাংশ এবং বাম ছাত্র-যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই বিক্ষোভ প্রদর্শন কালে পুলিশ বাধা দেয়। ফলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু হয়। তৈরি হয় উত্তেজনা।

২০১৪ সালের টেট উত্তীর্ণরা সরাসরি নিয়োগের দাবিতে সোমবার থেকে করুণাময়ীতে পর্ষদের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছিলেন। মঙ্গলবার থেকে শুরু হপ্য অনশন আন্দোলন। বৃহস্পতিবার রাতে পুলিশ বল প্রয়োগ করে তুলে দেয় আন্দোলনকারীদের। সেই সময় আন্দোলনস্থলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পুলিশ অনৈতিক ভাবে এই কাজ করেছে বলে অভিযোগ এনে শুক্রবার প্রতিবাদ পর্ষদ ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচির ডাক দেন তিনি। ২০১৪ টেট উত্তীর্ণদের একাংশও প্রতিবাদে নামেন।

শুক্রবার দুপুরে করুণাময়ী চত্ত্বরে আন্দোলনে বাধা দেয় পুলিশ৷ আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাকে বল প্রয়োগ করে সরানো হয়৷ রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা৷

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ