বেলপাহাড়ীর পাথর সিলায় বাবা পূজিত হলেন মেদিনীপুরে 

বেলপাহাড়ীর পাথর সিলায় বাবা পূজিত হলেন মেদিনীপুরে 

নীল পূজা উপলক্ষ্যে আজ শুক্রবার সুদূর বেলপাহাড়ীর ঘাঘরা এলাকার অন্তর্গত ডাঙ্গীকুসুম গ্রামের পাললিক সিলাতে নির্মিত পাথর। শিল্পী তপন সিং। শ্রী শ্রী কিরীটেশ্বর বাবার জল ঢালা পর্ব শুরু হলো তোরাপাড়া মৌজার মন্দিরে। 

জানা গিয়েছে, মন্দিরে বাবার মূর্তি নির্মাণ করা হয়েছে জঙ্গলমহল সুদূর বেলপাহাড়ীর ডাঙ্গিকুসুম গ্রামের পাললিক শিলা দিয়ে।

আরও পড়ুন:  মেদিনীপুর লোকসভায় পিছিয়ে বিজেপি 

মেদিনীপুর শহরের ধর্মা সংলগ্ন মাদার্টেরিজা পল্লী ও তোরাপাড়া এলাকায় সকল শুভাকাঙ্ক্ষী ভক্তগণের উদ্যোগে মন্দির নির্মাণ ও বাবার প্রতিষ্ঠা কর্মসূচি পালন হলো এদিন।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

মন্দির কমিটির কনভানের সুমন সিংহ জানান, “আগামী দিনে মেদিনীপুর শহরবাসীর সাহায্য ও সহযোগিতা আমরা কামনা করি।”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ