রাজ্যে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা পরিস্থিতি। প্রবল ভাবে করোনার উদ্বেগ বাড়ছে পশ্চিম মেদিনীপুরেও। এই জেলাতে গত ২৪ ঘন্টায় দুই শতাধিকের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। তাই জেলায় করোনা মোকাবিলায় ফের শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালটিকে পুনরায় লেভেল ৪ করোনা হাসপাতাল করা হল।এছাড়াও শিশুদের জন্যে হাসপাতালের নতুন সংযোজন হল পেডিয়াট্রিক বিভাগ।বৃহস্পতিবার থেকেই লেভেল ৪ করোনা হাসপাতালের কাজ শুরু হয়েছে।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশের পরই এদিন থেকেই হাসপাতালের সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাসের তত্ত্বাবধানেই শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালটি পুনরায় করোনা হাসপাতাল হিসেবে কাজ করা শুরু করেছে।
- Advertisement -
ডাঃ মনোজিৎ বিশ্বাস জানিয়েছেন,’করোনা মোকাবিলায় পুনরায় লেভেল ৪ চালু করা হয়েছে।এখানে ভেন্টিলেশন মেশিন থেকে অত্যাধুনিক যন্ত্র যেমন আছে, তারই সঙ্গে রয়েছে সিসিইউ,এইচডিইউ এবং সাধারণ শিশুদের সমস্যার জন্য নতুন সংযোজন করা হয়েছে পেডিয়াট্রিক বিভাগ। আমাদের এই লেভেলে যা যা পরিসেবা মানুষ পেয়েছে, সেটা উল্লেখযোগ্য ভাবে অন্য কোথাও পাইনি মেডিকেল কলেজ ছাড়া। সুতরাং আমরা খুব আশাবাদী এই বছরও এই পরিস্থিতির সঙ্গে লড়াই করব এবং আমরা মানুষকে আগের মতোই পরিসেবা দেবো’।