Paschim Medinipur : পরিত্যক্ত নবজাতকদের আপন করবে ‘পালনা’, অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের

Paschim Medinipur : পরিত্যক্ত নবজাতকদের আপন করবে 'পালনা', অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পরিচয় ও পরিবারহীন পরিত্যক্ত নবজাতকদের আপন করে নিয়ে লালনপালনের জন্য অভিনব উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। শুরু হল ‘পালনা’। গোপনে এখানেই রেখে আসা যাবে নবজাতকদের। বৃহস্পতিবার সেই ‘পালনা’-র আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি। ভ্রূণ-হত্যা বা সদ্যোজাত সন্তানকে যেখানে সেখানে পরিত্যাগ রুখতেই জেলা প্রশাসনের এই ‘পালনা’ উদ্যোগ।

আরও পড়ুন:  Medinipur Dengue : “কোয়াকের পাল্লায় পড়বেন না, বাড়িতে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করবেন না”, ডেঙ্গি-বার্তা সিএমওএইচ-এর

সামাজিক কারণ অথবা অর্থনৈতিক পরিস্থিতি! ভ্রুণ হত্যা এখনও হয়ে চলে। আজও ঝোপে ঝাড়ে নর্দমায় পরিত্যক্ত হয় নবজাতক শিশু। অনেক সময় শিশুটি উদ্ধার হলেও লালনপালনে অনেক সমস্যা আসে। সেই সমস্যাগুলি মোকাবিলা করতেই অভিনব উদ্যোগ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। মেদিনীপুর মেডিক্যাল কলেজ, খড়গপুর মহকুমা হাসপাতাল, ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল ও চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের সামনে রাখা থাকবে ‘পালনা’! যেটি লোহার একটি বিশেষ কক্ষ। তার মধ্যে সম্পূর্ণ গোপনে সদ্যোজাত শিশুকে নিরাপদে রেখে আসা যাবে। শিশুকে রাখা হলেই সংকেত পৌঁছে যাবে সংশ্লিষ্ট হাসপাতালের কর্মীদের কাছে। তাঁরা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঐ শিশুকে রেখে যাওয়া বাবা মা অথবা আত্মীয় স্বজনের পরিচয় কোনও ভাবেই প্রকাশ করা হবে না।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ