Special Train: অক্টোবর পর্যন্ত চলবে শালিমার-ভঞ্জপুর ও ভঞ্জপুর-পুরী স্পেশাল ট্রেন

Special Train: অক্টোবর পর্যন্ত চলবে শালিমার-ভঞ্জপুর ও ভঞ্জপুর-পুরী স্পেশাল ট্রেন

পুজো এগিয়ে আসছে। এই সময়েই ক্রমশ ভিড় বাড়ে ভ্রমনার্থীদের। ইতিমধ্যেই ট্রেনের টিকিট প্রায় শেষ। তারই মধ্যে অতিরিক্ত যাত্রীদের প্রসঙ্গ বিবেচনা করে শালিমার-ভঞ্জপুর-শালিমার ও ভঞ্জপুর-পুরী-ভঞ্জপুর দুটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

আগামী আগস্ট মাস থেকে অক্টোবর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ০৮০০৭ শালিমার-ভঞ্জপুর স্পেশাল বিকেল ৪:২৫ মিনিটে শালিমার থেকে ছেড়ে রাত ০৯:০০ মিনিটে ভঞ্জপুর পৌঁছাবে।
০৮০০৮ ভঞ্জপুর-শালিমার স্পেশাল প্রতি শনিবার ভঞ্জপুর থেকে সকাল ০৯:৪০ মিনিটে ছেড়ে বিকাল ০৪:০০ তে শালিমার পৌঁছাবে।
ট্রেন দুটি সাতরাগাছি, বাগনান, পাঁশকুড়া, খড়গপুর, বেলদা, জলেশ্বর, বসতা, রূপসা, যুগপুরা, বেতনটি, কৃষ্ণচন্দ্রপুর, জামসোল, বারীপদ স্টেশনে স্টপেজ দেবে।

আরও পড়ুন:  Elephant Attack: হরিয়াতাড়ায় হাতির হানা, ভাঙলো মাটির বাড়ি

অন্যদিকে আগস্ট মাস থেকে অক্টোবর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ০৮০১১ ভঞ্জপুর-পুরী স্পেশাল ট্রেন রাত ১১:৩০ মিনিটে ভঞ্জপুর থেকে যাত্রা শুরু করে পরদিন সকাল ০৭:০০ মিনিটে পুরী পৌঁছাবে।
০৮০১২ পুরী-ভঞ্জপুর স্পেশাল ট্রেন প্রতি শুক্রবার রাত ১১:৫৫ মিনিটে পুরী থেকে যাত্রা শুরু করে আগামী দিন সকাল ০৬:৫০ মিনিটে ভঞ্জপুর পৌঁছাবে।
ট্রেনটি বারিপদ, বেটনতি, রূপসা, বালেশ্বর, সরো, ভদ্রক, জাজপুর, কেওনঝার রোড, নারাজ, মারাথাপুর, ভুবনেশ্বর ও খুরদা রোড স্টেশনে স্টপেজ দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ