Paschim Medinipur : যুদ্ধবিমান নামবে বেলদায় জাতীয় সড়কে, চলছে প্রস্তুতি

Paschim Medinipur : যুদ্ধবিমান নামবে বেলদায় জাতীয় সড়কে, চলছে প্রস্তুতি

আপদকালীন পরিস্থিতিতে যুদ্ধবিমানের বিকল্প রানওয়ে হিসাবে ব্যবহার করার জন্য এবার ব্যবহৃত হবে পশ্চিম মেদিনীপুরের বেলদার জাতীয় সড়ক। সেখানে জাতীয় সড়কের উপর ৫ কিলোমিটার বিস্তৃত রানওয়ে তৈরি হয়েছে যুদ্ধবিমান অবতরণের জন্য। ইতিমধ্যেই সেই রানওয়ে তুলে দেওয়া হয়েছে বায়ুসেনা কর্তৃপক্ষের হাতে। চলছে ট্রায়াল।

আরও পড়ুন:  Hiran Chatterjee: ভোট বড় বালাই! শেষমেষ রান্না করতে হলো বিজেপি প্রার্থী হিরন কে

পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার শ্যামপুরা থেকে পোক্তাপুল পর্যন্ত ৫ কিলোমিটার পথে তৈরি হয়েছে রানওয়ে। খড়গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কে নির্মিত এই সমান্তরাল রানওয়েতে আপদকালীন পরিস্থিতিতে যুদ্ধবিমান অবতরণ করতে পারবে। খুব শীঘ্রই এই রানওয়ের উদ্বোধন হবে৷ ইতিমধ্যে বায়ুসেনা কর্তৃপক্ষ ও আধিকারিকরা রানওয়ে পর্যবেক্ষণ ও ট্রায়াল শুরু করেছেন। এইদিন এলাকার উপর দিয়ে উড়তে দেখা যায় বায়ুসেনার বিমান। যদিও বিমান অবতরণ করানো হয়নি।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ