Meri Mati Mera Desh : মোহবনীতে ক্ষুদিরামের জন্মভিটের মাটি সংগ্রহ ‘আমার মাটি আমার দেশ কর্মসূচি’তে

Meri Mati Mera Desh : মোহবনীতে ক্ষুদিরামের জন্মভিটের মাটি সংগ্রহ 'আমার মাটি আমার দেশ কর্মসূচি'তে

দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশ জুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’! তারই অঙ্গ ‘মেরি মাটি মেরা দেশ’ (আমার মাটি আমার দেশ) কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে ‘অমৃত কলস যাত্রা’-য় দেশের সব প্রান্তের স্বাধীনতা সংগ্রামী ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় শহীদদের গ্রামের মাটি প্রায় সাড়ে সাত হাজার পাত্রে আনা হবে দিল্লিতে। তারপর সেই মাটি মিশিয়ে বসানো হবে গাছের চারা। ওয়ার মেমোরিয়ালের কাছে এই ভাবেই ‘অমৃত ভাটিকা’ গড়ে তোলা হবে বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:  Shalboni : শালবনি ফুটবল অ্যাকাডেমির ফাইনাল ট্রায়ালে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুব্রত পাল

সেই ঘোষিত ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচি শুরু হয়েছে গত ৯ আগস্ট এবং চলবে আগামী ৩০ শে অক্টোবর পর্যন্ত। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের শালবনী নোট মুদ্রণ কেন্দ্রের (BRBNMPL) সিআইএসএফ এর পক্ষ থেকে মেদিনীপুরের বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে কেশপুরের মোহবনী থেকে মাটি সংগ্রহ করা হয়। উপস্থিত ছিলেন শালবনীর নোট মুদ্রণ কেন্দ্র (BRBNMPL) এর সিআইএসএফ (CISF) কমান্ড্যান্ট চঞ্চল সরকার, ফায়ারের ইনচার্জ তরুণ দত্ত, বাসুদেব মাজী এবং সিআইএসএফ-এর ১৫ জন জওয়ান। সংগৃহীত মাটি ‘অমৃত ভাটিকা’র জন্যই দিল্লিতে পাঠানো হবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ