Shalboni: বাম কৃষক ও খেতমজুর সংগঠনের ডেপুটেশন ও বিক্ষোভ মিছিল, পেশ একাধিক দাবি

Shalboni: বাম কৃষক ও খেতমজুর সংগঠনের ডেপুটেশন ও বিক্ষোভ মিছিল, পেশ একাধিক দাবি

বিভিন্ন সামাজিক প্রকল্পকৃষক ও খেতমজুরদের দাবি আদায়ে ও স্থানীয় একাধিক রাস্তা মেরামত এবং সংস্কারের দাবিতে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে বিক্ষোভ মিছিল করা হল সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়নের তরফে। শালবনী বিডিও অফিসে দাবিপত্র সমন্বিত ডেপুটেশনও জমা দেওয়া হয় বাম সংগঠনের শালবনী ব্লক কমিটির তরফে।

সংগঠনের তরফে একাধিক দাবি জানানো হয়েছে। রেগা প্রকল্পের বকেয়া মজুরি দ্রুত দেওয়ার ব্যবস্থা, রেগা প্রকল্পের কাজ চালু করা, বিভিন্ন প্রকল্পে ভাতা প্রাপকদের ভাতা প্রদান, সরকারি ট্যাক্সের আওতায় আসেন না এমন দরিদ্র পরিবারকে মাসিক সাড়ে সাত হাজার টাকা আর্থিক সাহায্য, খেতমজুরদের ন্যূনতম ৩০০ টাকা মজুরি, বকেয়া পট্টাদারদের পাট্টা রেকর্ড, জমির মিউটেশন জমির রেকর্ড করানোর ক্ষেত্রে অযথা প্রশাসনিক হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন:  ‘দু চারটে বুড়িমার চকোলেট বোম’ ফেলার নিদান অজিত মাইতির, রাজনৈতিক মহলে বিতর্ক

এছাড়াও মন্ডলকুপি থেকে বাটশোল রাস্তা সংস্কার, তিলাখুলা থেকে চাঁদাবিলা রাস্তা সংস্কার, বেনাচাপড়া থেকে পালাইবনি রাস্তা সংস্কার, চকতারিণী থেকে ফার্ম রোড যাওয়ার রাস্তায় কুমিরমারি খালের সেতু সাড়াই, পারুলিয়া থেকে সাতপাটি রাস্তা সংস্কার, জরকা থেকে বিষ্ণুপুর রাস্তা সংস্কার ও তমাল নদীর সেতু মেরামত, পোড়াডিহা থেকে রাউতোড়া রাস্তা সংস্কার, লালুয়া থেকে শারসবেদিয়া রাস্তা সংস্কার, সিয়াজোড়া থেকে বাঁশকোনা রাস্তা সংস্কার, ভালুকশোল গ্রামের পানীয় জলের সমস্যা নিবারনের দাবি জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ