জঙ্গলমহল শালবনীর পিছিয়ে পড়া বিদ্যালয়গুলিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শিবির

জঙ্গলমহল শালবনীর পিছিয়ে পড়া বিদ্যালয়গুলিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শিবির

জঙ্গলমহল শালবনীর রাধামোহনপূর আদিবাসী প্রাথমিক বিদ্যালয় ও মাঝিপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের বাচ্চাদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শিবির অনুষ্ঠিত হলো। মূলত আদিবাসী ও এসসি ছাত্র ছাত্রী দের এই বিদ্যালয়গুলোতে একশ জন ছাত্র ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় শিবিরের আয়োজন করেন ডাঃ সদানন্দ সিংহ

আরও পড়ুন:  Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

শালবনীর কর্মতীর্থে ও মন্ডলকূপীতে একটি অনলাইন মেডিসিন ফার্মেসীর উদ্বোধনের জন্য আয়োজিত আজকের কর্মসূচীর রূপায়ণে ছিলেন শালবনীর ভাদুতলার উদীয়মান ও টীম রক্তযোদ্ধা। রাধামোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ বলেন যে দুটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের গ্রুপনির্ণয় এর ফলে যে কোনো হঠাৎ প্রয়োজনে সহায়ক হবে,তিনি এই উপলক্ষ্যে রক্তযোদ্ধা ও উদীয়মানের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানান এছাড়াও সক্রিয় সহযোগিতার জন্যে শিক্ষক অভিজিৎ ঘোষ, অসীম দোলই ও ঠাকুরদাস মাহাত ও মাঝিপাড়া শিশু শিক্ষার সহায়িকাদের কে ধন্যবাদ জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ