London Durga Puja : লন্ডনে শারদোৎসব! বিলেতে উমার আরাধনা প্রবাসী বাঙালির

London Durga Puja : লন্ডনে শারদোৎসব! বিলেতে উমার আরাধনা প্রবাসী বাঙালির

শরৎ এসেছে! শুরু হয়েছে পুজোর দিন গোনা৷ বাঙালি বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, তার শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব এলেই মন আনচান করে ওঠে। কিন্তু পেশা, শিক্ষা সহ বিভিন্ন কারণে অনেকেই বাংলা তো ছাড়ুন, দেশের বাইরে, প্রবাসে থিতু হয়েছেন। কিন্তু পুজোর টান, অমোঘ টান। যদিও দেশে ফেরা দুষ্কর। তাই সুদূর প্রবাসেই তাঁরা বছরের পর বছর ধরে উদযাপন করছেন বাঙালিয়ানা, করছেন দুর্গাপুজো। তেমনই এক পুজো লন্ডনের ক্যামডেনের পুজো।

ক্যামডেনকে প্রবাসী বাঙালিরা বলেন, লন্ডনের পুরাতন কোলকাতা। ১৯৬৩ সালে লন্ডনের টেমসের ধারে সুইস স্কটিশ লাইব্রেরি, ক্যামডেন প্রাঙ্গণে কিছু প্রবাসী বাঙালির উদ্যোগে শুরু হয়েছিল দুর্গোৎসব। তারপর কেটে গিয়েছে অর্ধশতাব্দীরও বেশি সময়। ক্যামডেন পুজো কমিটির উদ্যোক্তারা দেবীর আরাধনা চালিয়ে গিয়েছেন নিরবিচ্ছিন্ন ভাবে। মাঝে এসেছে অতিমারির প্রকোপ। করোনা বিধিনিষেধে কোপ পড়েছে পুজোর রীতিনীতিতে৷ পুজো ছোট করা হয়েছে, কিন্তু বন্ধ হয়নি। এই বছর বিগত সেই সব বিধিনিষেধ অতিক্রান্ত৷ তাই পুনরায় কোমর বাঁধছেন লন্ডনের বাঙালিরা।

আরও পড়ুন:  Amadpur Durga Puja : দেবীর নেই বাহন! মহালয়ার সাত দিন আগেই বোধন আমাদপুরের চৌধুরী বাড়িতে

যত সময় গিয়েছে, লন্ডনে বাঙালির সংখ্যা বেড়েছে৷ এখন অনেক জায়গাতেই দুর্গাপুজো হয়। শুধুমাত্র বাঙালিরা নয়, ভারতের সব প্রদেশ থেকে যাওয়া প্রবাসীরা এই উৎসবে অংশ নেন। কিন্তু লন্ডনের বাঙালিদের কাছে ক্যামডেন প্রাঙ্গণের পুজোর ঐতিহ্য অমলিন। রীতি মেনে টেমস নদীর তীরে প্রতিবছর খুঁটিপুজো করে ক্যামডেন পুজো কমিটি। সুইস স্কটিশ লাইব্রেরির মণ্ডপে ষষ্ঠীর দিন হয় বোধন। তারপর বরণ, অঞ্জলি, সন্ধিপুজো, কুমারী পুজো অবশেষে মায়ের বিসর্জন সমস্ত কিছুই হয় রীতি মেনে। প্রবাসীরা বাঙালিরা শাড়ি ও ধুতি পাঞ্জাবিতে সেজে ভীড় করেন মন্ডপে। খাওয়া-দাওয়া ও জমাটি আড্ডার আসরের সঙ্গে পরিবেশিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর কয়দিন লন্ডনে উঠে আসে বঙ্গের সুবাস।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ