Bankura : বাকি প্রকল্পের কাজ, “কানমলা খাওয়া উচিত” মন্তব্য করে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Bankura : বাকি প্রকল্পের কাজ, "কানমলা খাওয়া উচিত" মন্তব্য করে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

তিন দিনের জেলা সফরে এসে মঙ্গলবার বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে প্রশাসনিক কর্মীদের কড়া বার্তা দেওয়ার পর এইদিনও ধমক দিলেন তিনি। “কান মলা খাওয়া উচিত”, মন্তব্য করে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে রায়পুরে প্রায় আট বছরের পুরাতন জল প্রকল্প সম্পর্কে খোঁজ নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, ২০১৪ সালে ২১.২০ কোটি টাকার এই প্রকল্পটা ঘোষণা হয়েছিল। কিন্তু আট বছর ধরে প্রকল্প পড়ে রয়েছে। এরপরেই মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্য, “আপনারা আমাকে দেখাচ্ছেন, প্রজেক্ট আন্ডার প্রগ্রেস। যে ডিপার্টমেন্ট এটা করছে তার তো কানমলা খাওয়া উচিত সবার কাছে।”

আরও পড়ুন:  পঞ্চায়েত ভোটের আগে বিদ্যুৎ বিল নিয়ে বড় সিদ্ধান্ত, লাভ হবে আম আদমির?

প্রশাসনিক সভায় জেলা পরিষদের সভাপতিকেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন করেন, ‘টাকা তো নিয়েছেন, কী করেছেন?’ বলাই বাহুল্য, সভাপতির জবাবে খুশি হননি তিনি। পূর্ত দফতর থেকে অধিকাংশ টেন্ডার হয় শুনে, নিজের পছন্দের লোককে দেওয়ার জন্য টেন্ডার সময়মতো না করে ফেলে রাখা হয় কিনা সেই বিষয়েও প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। সভাপতি সিস্টেম অনুযায়ী কাজ হয় জানালেও তাঁর কাছে অন্যরকম খবর আছে বলে মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, “তুমি দেখে নাও পূর্ত দফতরের কোন কোন টেন্ডার পড়ে রয়েছে। তুমি ৭ দিনের মধ্যে ওই রিপোর্ট দেবে। সেটা পাঠাবে মলয় ঘটকের কাছে।” এখানেই শেষ নয়! “ডিএম, এসপিদের বিরুদ্ধে কূটকচালি করলে সব ভেঙে দেব” বলেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ